বলিউডের জনপ্রিয় অভিনেতা সুশান্ত সিংহ রাজপুতের ঝুলন্ত দেহ উদ্ধার হয় তাঁর বান্দ্রার বাড়ি থেকে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, সুশান্ত সিংহ রাজপুতের বাড়ির পরিচারক থানায় ফোন করে খবর দেন। তার পরেই ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। সেখানে তাঁর দেহ উদ্ধার হয়। পুলিশের দাবি, গলায় ফাঁস দিয়ে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায় তাঁকে। তিনি আত্মহত্যা করেছেন বলেই প্রাথমিক ভাবে অনুমান পুলিশের। তবে ঠিক কী কারণে তিনি আত্মহত্যা করেছেন তা এখনও পর্যন্ত জানা যায়নি। তদন্ত চলছে। অন্যদিকে, কি আরও বিপাকে পড়তে চলেছেন পরিচালক অনুরাগ কাশ্যপ? পরিচালকের বিরুদ্ধে এবার FIR দায়ের করতে চলেছেন অভিনেত্রী পায়েল ঘোষ। অন্তত জি ২৪ ঘণ্টা এমনই খবর প্রকাশ করেছে।
জানা যাচ্ছে, মুম্বইয়ের ওশিওয়ারা থানায় অনুরাগ কাশ্যপের বিরুদ্ধে FIR দায়ের করতে চলেছেন পায়েল। এবিষয়ে অভিনেত্রী পায়েল ঘোষের আইনজীবী নীতিন সতপুতে একটি বিবৃতি জারি করেছেন। যাতে বলা হয়েছে, '' ২০১৫ সালে অনুরাগের বাড়িতে পায়েল ঘোষের শ্লীলতাহানি করা হয়েছিল এবং তাঁর সঙ্গে নোংরা আচরণ করা হয়েছিল। এবিষয়ে কাগজপত্র তৈরি করা হচ্ছে। ২১ সেপ্টেম্বর অভিযোগ দায়ের করা হবে।''