মানহানির মামলা আরবাজের

A G Bengali
বলিউডের জনপ্রিয় অভিনেতা সুশান্ত সিংহ রাজপুতের ঝুলন্ত দেহ উদ্ধার হয় তাঁর বান্দ্রার বাড়ি থেকে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, সুশান্ত সিংহ রাজপুতের বাড়ির পরিচারক থানায় ফোন করে খবর দেন। তার পরেই ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। সেখানে তাঁর দেহ উদ্ধার হয়। পুলিশের দাবি, গলায় ফাঁস দিয়ে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায় তাঁকে। তিনি আত্মহত্যা করেছেন বলেই প্রাথমিক ভাবে অনুমান পুলিশের। তবে ঠিক কী কারণে তিনি আত্মহত্যা করেছেন তা এখনও পর্যন্ত জানা যায়নি। তদন্ত চলছে।  

অন্যদিকে, সুশান্ত সিং রাজপুত এবং দিশা সালিয়ানের মৃত্যুতে অযথাভাবে জড়ানো হচ্ছে তাঁর নাম। এই অভিযোগে এবার মানহানির মামলা দায়ের করলেন অভিনেতা আরবাজ খান। বম্বে হাইকোর্টে ওই মামলা দায়ের করেন সলমন খানের অভিনেতা, প্রযোজক ভাই। জি নিউজের খবর অনুযায়ী, দিশা সালিয়ান এবং সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর বিভিন্নভাবে তাঁর নাম নিয়ে সামাজিক মাধ্যমে কুতসা রটানোর অভিযোগ করেন আরবাজ। এমনকী, বিভিন্ন ভিডিয়ো শেয়ার করে তাঁকে বদনাম করার চেষ্টা করা হয়েছে সমানে। সেই অভিযোগেই সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী বেশ কয়েকজনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন আরবাজ খান। তবে আরবাজের অভিযোগের তালিকায় কাদের নাম রয়েছে, সে বিষয়ে স্পষ্টভাবে এখনও কিছু জানা যায়নি। প্রসঙ্গত ২৮ সেপ্টেম্বর বম্বে হাইকোর্টে মানহানির মামলা দায়ের করেন খান পরিবারের এই সদস্য। 

Find Out More:

Related Articles: