ট্রোলড অঙ্কিতা! কেন জানেন ?

frame ট্রোলড অঙ্কিতা! কেন জানেন ?

A G Bengali
বলিউডের জনপ্রিয় অভিনেতা সুশান্ত সিংহ রাজপুতের ঝুলন্ত দেহ উদ্ধার হয় তাঁর বান্দ্রার বাড়ি থেকে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, সুশান্ত সিংহ রাজপুতের বাড়ির পরিচারক থানায় ফোন করে খবর দেন। তার পরেই ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। সেখানে তাঁর দেহ উদ্ধার হয়। পুলিশের দাবি, গলায় ফাঁস দিয়ে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায় তাঁকে। তিনি আত্মহত্যা করেছেন বলেই প্রাথমিক ভাবে অনুমান পুলিশের। তবে ঠিক কী কারণে তিনি আত্মহত্যা করেছেন তা এখনও পর্যন্ত জানা যায়নি। তদন্ত চলছে।  

অন্যদিকে, ট্রোলড হলেন অঙ্কিতা লোখন্ডে। বয়ফ্রেন্ড ভিকি জৈনের সঙ্গে আদরের ছবি পোস্ট করার পরেই তাঁর দিকে উড়ে এল খারাপ মন্তব্য। কেন ভিকি? সুশান্ত কেন নয়— প্রশ্ন তুললেন সুশান্ত অনুরাগীদের একাংশ! গাঁধী জয়ন্তীর দিন নিজের ইনস্টাগ্রামে একটি ভিডিয়ো পোস্ট করেছিলেন অঙ্কিতা। তাতে জীবনের সবচেয়ে কাছের মানুষদের সম্পর্কে দু’এক কথা লিখেছিলেন তিনি। প্রথমে মা, এর পর বাবা আর তার পর একে একে ভাই, বোন এবং সব শেষে ভালবাসার কথা। অনুরাগীদের বোঝাতে চেয়েছিলেন, জীবনে কাছের মানুষদের গুরুত্ব কতটা। ভিডিয়োর একদম শেষে যোগ করেছিলেন একটি ছবি। তাতে অঙ্কিতার বাবা-মা ছাড়াও ছিলেন তাঁর বর্তমান ‘লাভ অব লাইফ’ ভিকি। অঙ্কিতার পাশে দাঁড়িয়ে তাঁকে আগলে ছিলেন তিনি। 

Find Out More:

Related Articles:

Unable to Load More