প্রয়াত শক্তি ঠাকুর

A G Bengali
গায়ক এবং অভিনেতা শক্তি ঠাকুরের জীবনাবসান। সোমবার ফেসবুক পোস্টের মাধ্যমে জানিয়েছেন শিল্পীর বড় মেয়ে মেহুলি গোস্বামী ঠাকুর। ম্যাসিভ কার্ডিয়াক অ্যারেস্ট শক্তি ঠাকুরের মৃত্যু হয়েছে। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৮ বছর। সোমবার ভোরেই সম্পন্ন হয়েছে শিল্পীর শেষকৃত্য। ফেসবুক মোনালি লিখেছেন, ‘আমার বাবা…. আর নেই… নেই… ম্যাসিভ কার্ডিয়াক অ্যারেস্ট…কয়েক ঘন্টার মধ্যেই চলে গেল…. আমার বাবা….. কিচ্ছু করতে পারলাম না……’। 
গায়ক, অভিনেতা হিসাবে পরিচয় পেলেও প্রথম জীবনে শক্তি ঠাকুর ছিলেন স্কুল শিক্ষক। অঙ্ক ছিল তাঁর প্রিয় বিষয়। ১৯৭৬-এ তপন সিংহের 'হারমোনিয়াম' ছবিতে নেপথ্য শিল্পী হিসেবে গানের দুনিয়ায় প্রথম পা রাখেন তিনি। তারপর আর তাঁকে ফিরে তাকাতে হয়নি।  হেমন্ত মুখোপাধ্যায় শক্তি ঠাকুরকে দিয়ে তাঁর সুর করা বেশ কিছু বাংলা ছবিতে গান গাইয়েছেন। পাশপাশি, তিনি অভিনয় করেছেন তরুণ মজুমদারের 'দাদার কীর্তি', ভালবাসা ভালবাসা ছবিতে। এই ছবিতে অভিনয়ের সঙ্গে কোরাসে গলাও মেলান। এ ছাড়াও শক্তি ঠাকুর গান গেয়েছেন, অজয় দাস,  আর ডি বর্মনের সুরে। সংগীত শিল্পী শিবাজি চট্টোপাধ্যায় আনন্দবাজার ডিজিটালকে বললেন, "শেষের দিকে নিজেকে সকলের থেকে গুটিয়ে নিয়েছিলেন শিল্পী। তবে সংসার জীবনে দুই মেয়ের সাফল্য, বিশেষ করে মোনালির খ্যাতিতে তৃপ্ত ছিলেন শক্তি ঠাকুর।" এর আগেও তাঁর একবার স্ট্রোক হয়েছিল। তখন সামলে নিতে পারলেও এ বারে লড়াই ছেড়ে বিদায় নিলেন তিনি। এই প্রতিবেদনের ছবি- ফাইল ছবি

Find Out More:

Related Articles: