রিয়াকে জামিন দিয়ে কী জানাল বম্বে হাইকোর্ট
অন্যদিকে, মাদকাসক্ত কোনও ব্যক্তির নেশার জন্য টাকা দেওয়ার মানে তাঁকে উৎসাহ জোগানো নয়। মাদক-মামলায় রিয়া চক্রবর্তীর জামিনের শুনানি চলাকালীন এমনই মন্তব্য করল বম্বে হাইকোর্ট। সুশান্ত সিংহ রাজপুতের মৃত্যুতে মাদক-যোগ নিয়ে কাঠগড়ায় তাঁর বান্ধবী রিয়া চক্রবর্তী। প্রয়াত অভিনেতার জন্য তিনি মাদক জোগাড় করতেন এবং সে বাবদ টাকাও খরচ করতেন বলে মাদক আইনের ২৭-এ ধারা অনুযায়ী রিয়ার বিরুদ্ধে অভিযোগ এনেছে নার্কোটিকস কন্ট্রোল ব্যুরো (এনসিবি)। সেই অভিযোগের প্রেক্ষিতেই বুধবার এমন মন্তব্য করেছেন বিচারপতি। শর্তসাপেক্ষে, ১ লক্ষ টাকার বন্ডে এ দিন রিয়ার জামিন মঞ্জুর করেছে আদালত। সেখানে রিয়ার বিরুদ্ধে আনা অভিযোগ নিয়ে বিচারপতি সারং ভি কোতোয়াল বলেন, ‘‘মাদকাসক্তের নেশার জন্য টাকা দেওয়ার অর্থ তাঁকে নেশায় উৎসাহ জোগানো বা তাঁকে আড়াল করা, মাদক আইনে আনা ওই অভিযোগের সঙ্গে একমত হতে পারছি না আমি। ’’ এই প্রতিবেদনের ছবি - ফাইল ছবি