সমুদ্র সৈকতে সৈকতে নগ্ন মিলিন্দ

frame সমুদ্র সৈকতে সৈকতে নগ্ন মিলিন্দ

A G Bengali
বুধবার তিনি ৫৫ বছরে পা দিলেন। এই বয়সেও তাঁর ফিট শরীর নজর কাড়ে সকলের। কিন্তু তাঁর ৫৫তম জন্মদিন আলোচনায় এল একটি ছবির দৌলতে। ছবিটি নিজেই পোস্ট করেছিলেন স্টার মডেল মিলিন্দ সুমন। ‘তরুণ’ মিলিন্দের সেই ছবি দেখে মজাদার মিমে মেতেছেন নেটাগরিকরা। 

জানা গিয়েছে, সুপারমডেলের ছবিটি গোয়ার সৈকতে তোলা হয়েছিল। সেই ছবি তুলেছিলেন মিলিন্দের স্ত্রী অঙ্কিতা। ছবিটি নিজের ইনস্টাগ্রাম ও টুইটার হ্যান্ডল থেকে বুধবার শেয়ার করেছেন মিলিন্দ। তা নিয়েই এখন আলোচনা চলছে সোশ্যাল মিডিয়ায়। 

Find Out More:

Related Articles:

Unable to Load More