আপাতত স্থিতিশীল সৌমিত্র

frame আপাতত স্থিতিশীল সৌমিত্র

A G Bengali
শুক্রবার সারা দিন স্থিতিশীলই ছিলেন তিনি। নতুন করে জ্বরও হয়নি। হিমোগ্লোবিনের মাত্রা আগের থেকে বেড়েছে। এখনও যদিও ভেন্টিলেশনেই রয়েছেন সৌমিত্র। তবে তাঁর অঙ্গপ্রত্যঙ্গ সচল রয়েছে। স্বাভাবিক রয়েছে লিভারের কার্যক্ষমতাও। নতুন করে রক্তক্ষরণ হয়নি আর। শরীরে অক্সিজেনের পরিমাণ যদিও বাড়ানো হয়েছে, তবে সেটা সাময়িক বলে জানিয়েছেন বেলভিউয়ের চিকিৎসক অরিন্দম কর। 

সৌমিত্রের চিকিৎসা কোন পথে এগিয়ে নিয়ে যাওয়া যায়, তার জন্য একাধিক বিশেষজ্ঞদের নিয়ে বোর্ড তৈরি করেছেন বেলভিউ কর্তৃপক্ষ। অশীতিপর অভিনেতার মস্তিষ্কের সচেতনতা ১০ থেকে ১১-র মধ্যে ঘোরাফেরা করছে (গ্লাসগো কোমা স্কেলের সূচকে)। মূত্র নির্গমন মোটামুটি স্বাবাবিকই রয়েছে। এই মুহূর্তে একদিন অন্তর ডায়ালিসিস হচ্ছে তাঁর। তবে খুব শীঘ্র আর ডায়ালিসিসের প্রয়োজন পড়বে না বলে আশাবাদী চিকিৎসকেরা। 

Find Out More:

Related Articles:

Unable to Load More