নতুন বেশে মিলিন্দ!

frame নতুন বেশে মিলিন্দ!

A G Bengali
নাকে নাকছাবি, কপালে লাল টিপ, খোলা চুল, গলায় হার, সঙ্গে হাতে তরোয়াল হাতে ধরা দিলেন মিলিন্দ সোমন। এমন কেমন বেশ মিলিন্দের? ছবি ঘিরে প্রশ্ন বলিউডের 'এভারগ্রিন' মিলিন্দ সোমনের অনুরাগীদের। ফের একবার সকলকে চমকে দিলেন মডেল, অভিনেতা।  খালি গায়ে তাঁর বলিষ্ঠ চেহারা দৃশ্যমান, হাতে রয়েছে তলোয়ার, গলায় পরেছেন চওড়া সোনার হার। এ ভাবেই নারী এবং পুরুষের মিশ্র বেশে ধরা দিয়ে নিমেষে তাক লাগালেন মিলিন্দ। কিন্তু কেন? সেই প্রশ্নের উত্তর খোদ মডেল-অভিনেতাই ফাঁস করেছেন তাঁর ইনস্টাগ্রাম পেজে। একটি টিজার পোস্ট করেছেন অভিনেতা।
সেখান থেকে জানা যাচ্ছে, খুব শীঘ্রই এই সাজে মিলিন্দকে দেখা যেতে চলেছে ‘পৌরুষপুর’ ওয়েবসিরিজে। সেখানে বোরিস নামের এক কিন্নরের ভূমিকায় অভিনয় করবেন তিনি। বোরিস স্বভাবে বুদ্ধিমান। এই চরিত্রের হাত ধরেই আরও এক বার ওটিটি মাতাতে আসছেন তিনি। এর আগে মিলিন্দকে দেখা গিয়েছে অ্যামাজন প্রাইমের ‘ফোর মোর শর্টস’ ওয়েব সিরিজে। 

Find Out More:

Related Articles:

Unable to Load More