করোনা টিকা নিয়ে আশাবাদী ইমরান হাসমি

frame করোনা টিকা নিয়ে আশাবাদী ইমরান হাসমি

A G Bengali
মুম্বইয়ের এক সংবাদমাধ্যমকে ইমরান জানিয়েছেন, এ বার থেকে ১৮ বছর হলে প্রত্যেকে টিকা পাবেন শুনে কিছুটা স্বস্তি পেয়েছেন তিনি। আশা করছেন, এই পদক্ষেপের সঙ্গেই পরিস্থিতি ধীরে ধীরে ঠিক হবে। তাঁর কথায়, “বাণিজ্যের হাল ফিরবে আবার এবং এই অতিমারি কাটিয়ে অন্য দিকে যাব আমরা”। তবে এই মুহূর্তে মানুষকে সতর্ক থাকার বার্তা দিয়েছেন অভিনেতা। পরিচ্ছন্নতা বজায় রেখে সব ধরনের সাবধানতা মেনে চলার অনুরোধ জানিয়েছেন ইমরান। অভিনেতার নিজের বাড়িতেও রয়েছেন বয়স্ক মানুষ এবং তাঁর ছেলে আয়ান।


অন্যদিকে, মঙ্গলবার সকালেই জানা যায়, করোনার ভয়াল ঢেউ এবার আছড়ে পড়ল টলিউডেও। আক্রান্ত হলেন সুপারস্টার জিৎ। নিজের টুইটার হ্যান্ডেলে সেকথা সকলকে জানান অভিনেতা। তাতেই উত্তর দিলেন দেব। বরাবরই শ্রদ্ধা আর সম্মানের সম্পর্ক দুজনের মধ্যে। লিখলেন, ‘দ্রুত সেরে ওঠো ফাইটার। জানি, তোমার হয়ত প্রয়োজন হবে না, কিন্তু আমি আছি. যে কোন প্রয়োজনে মাত্র একটা ফোন কল দূরে’। দেবের এই বার্তায় মুগ্ধ দুই তারকার ফ্যানেরাই। প্রসঙ্গত, আপাতত নিজের বাড়িতেই নিভৃতবাসে আছেন জিৎ। গতমাসে কলকাতার এর বেসরকারি হাসপাতালে করোনার প্রথম টিকা নেন টলিউডের ‘বস’। তাতেও সংক্রমণ ঠেকানো যায়নি। গত কয়েকদিনে যাঁরা তাঁর সংস্পর্শে এসেছেন, তাঁদের কোভিড টেস্ট করতে আবেদন জানিয়েছেন জিৎ। কো-স্টার জিৎকে শুভেচ্ছা জনালেও প্রাক্তন প্রেমিকা শুভশ্রী, য়িনিও আজই করোনা আক্রান্ত হয়েছেন, তাঁকে অবশ্য কোনও বার্তা দেন নি দেব।

Find Out More:

Related Articles:

Unable to Load More