মুর্শিদাবাদের ছেলেটা আজ বিশ্বের দরবারে বাংলার আলাদা পরিচয় করিয়েছে। সুখ-দুঃখ, ভালবাসা-নিরাশায় যাঁর গান মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছে তিনি অরিজিৎ সিং। ১৯৮৭ সালের ২৫ এপ্রিল মুর্শিদাবাদে জন্মগ্রহণ করেন অরিজিৎ। বাবা পঞ্জাবী ও মা বাঙালি। ছোটবেলাতেই গানের জন্য স্কলারশিপ পেয়েছিলেন অরিজিৎ। ক্লাসিক্যাল গানের চর্চা শুরু হয় তারপর।অরিজিৎ প্রথম নজরে আসেন ছোটপর্দার গানের রিয়্যালিটি শো ' ফেম গুরুকুল'-এ অংশগ্রহণের মাধ্যমে। সেই শোয়ে সেরার শিরোপা নিতে ব্যর্থ হলেও নিজের প্রতিভার জোরে তিনি চোখে পড়ে যান বলিউডের সংগীত পরিচালকদের। টুকটাক মিলতে থাকে প্লে-ব্যাকের সুযোগও।'বরফি','এজেন্ট বিনোদ' প্রভৃতি ছবিতে তাঁর গাওয়া গানে শ্রোতারা বুঁদ হলেও ২০১৩ সালে বড়পর্দায় মুক্তি পাওয়া 'আশিকী ২ ' ছবির গান ' তুম হি হো ' গেয়ে এক লহমায় স্পটলাইটে চলে আসেন অরিজিৎ। বছরের শ্রেষ্ঠ গান নির্বাচিত হওয়ার পাশাপাশি 'তুম হি হো' থেকে শুরু হয় 'সুপারস্টার' গায়ক অরিজিতের পথ চলা। বাকিটা ইতিহাস।
২০১৩ এ 'আশিকী ২' সিনেমায় অরিজিতের গলায় 'তুম হি হো' গান ব্যাপক জনপ্রিয়তা অর্জন করে। আর এরপরই কেরিয়ারে মোড় ঘুরে যায় অরিজিতের। ৫৯ তম ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডসে সেরা পুরুষ কণ্ঠের পুরস্কার জিতে নেন অরিজিৎ। পাশাপাশি তিনি শুধু গায়কই নন, নতুন ভূমিকায় দেখা দিচ্ছেন শিল্পী অরিজিৎ সিং। এ বার তিনি সুরকারও। নতুন দায়িত্ব পেয়েই অরিজিৎ সেই আনন্দ ভাগ করে নিয়েছেন অনুরাগীদের সঙ্গে। ইনস্টাগ্রামে শিল্পী নিজেই জানিয়েছেন, বালাজি মোশন পিকচার্সের আগামী ছবি ‘পাগলেট’-এর সুরকার তিনি।