করোনায় আক্রান্ত রণধীর কাপুর (Randhir Kapoor)। বলিউড সূত্রে খবর, প্রবীণ অভিনেতাকে ভর্তি করা হয়েছে মুম্বইয়ের কোকিলাবেন আম্বানি হাসপাতালে (Kokilaben Ambani Hospital)। তবে তেমন চিন্তার কারণ নেই বলে জানিয়েছেন হাসপাতালের কর্ণধার চিকিৎসক সন্তোষ শেট্টি। তিনি বলেছেন, অভিনেতার শারীরিক অবস্থা স্থিতিশীল। কাপুর পরিবারে তিনিই মুখ্য প্রবক্তা। পরিবারের হালহকিকৎ তিনিই নিয়ে আসেন সংবাদমাধঅযমের সামনে। এই যেমন গত মাসে ভাইপো রণবীর কাপুর করোনায় আক্রান্ত হয়েছিলেন। সংবাদমাধ্যমকে সেই খবর প্রথম জানিয়েছিলেন রণধীরই।
অন্যদিকে, চাঁদনি চক, চৌরঙ্গি, ক্যানিং স্ট্রিট, বড়বাজার-সহ যে সমস্ত এলাকায় ‘জরুরি নয়’ এমন পণ্যের বাজার বসে, তা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে ব্যবসায়ী সমিতি। CWBTA সূত্রে জানা গেছে সংগঠনের সঙ্গে যুক্ত সব ব্যবসায়ীদের অনুরোধ করা হয়েছে বৃহস্পতিবার থেকে রবিবার পর্যন্ত দোকান-বাজার বন্ধ রাখার জন্য। তাতে সম্মত হয়েছেন তাঁরা। বৃহস্পতিবার রাজ্যের শেষ দফার ভোটে কলকাতার ৭টি আসনে ভোটগ্রহণ প্রক্রিয়ার কারণে আগেই বাজার বন্ধের নির্দেশ ছিল। CWBTA জানিয়েছে, করোনা পরিস্থিতির কারণে আগেই শনি এবং রবিবার বাজার বন্ধের নির্দেশ দিয়েছিল সমিতি। সেই হিসেব ধরলে একটা দিন অতিরিক্ত বন্ধ রাখতে হচ্ছে বাজার। বাজার সমিতি মনে করছে, এই সিদ্ধান্তে শহরে করোনা সংক্রমণে দৈনিক বৃদ্ধিতে ছেদ পড়বে। তবে, পোস্তা-সহ মধ্য কলকাতার যে সমস্ত এলাকায় খাবারের দোকান রয়েছে বা খাবার জিনিসের বাজার রয়েছে, সেই সব এলাকাকে ছাড় দেওয়া হয়েছে।তবে, পোস্তা-সহ মধ্য কলকাতার যে সমস্ত এলাকায় খাবারের দোকান রয়েছে বা খাবার জিনিসের বাজার রয়েছে, সেই সব এলাকাকে ছাড় দেওয়া হয়েছে।অন্যদিকে, দেশীয় টিকা কোভ্যাক্সিনের দাম কমাল ভারত বায়োটেক। রাজ্যগুলিকে ৪০০ টাকায় টিকা বিক্রি করবে তারা। এর আগে টিকা পিছু ৬০০ টাকা নেওয়ার কথা বলেছিল এই সংস্থা।