মহামারীতে অসহায় মানুষের পাশে রুকমারা

A G Bengali
না, আজকে নয় বা কিছু দিন আগেও নয়। এই কাজটা আলাদা আলাদা ভাবে বেশ কয়েক মাস আগেই শুরু করেছিলেন অভিনেত্রী রুকমা রায় এবং তাঁর বন্ধুরা। কী সেই কাজ ? মানুষের পাশে দাঁড়িয়ে কারোর জন্য অক্সিজেন সিলিন্ডারের ব্যবস্থা করে দেওয়া বা হাসপাতালে বেডের ব্যবস্থা করে দেওয়া। কিন্তু দ্বিতীয় ঢেউয়ের মারাত্মক প্রভাব সবকিছু কেমন লণ্ডভণ্ড করে দিয়েছে। স্থির থাকতে পারল না রুকমারা। চার বন্ধু এলিজা ভৌমিক, উপল চৌধুরি, ভিকি বিক্রম ভট্টাচার্য এবং রুকমা রায় একত্রিত হয়ে এই পরিস্থিতিতে অসহায় মানুষদের জন্য কমিউনিটি কিচেন খোলার সিদ্ধান্ত নেয়। আপাতত আগামী ৩০ দিনের জন্য যোধপুর পার্ক, বিজয়গর, গল্ফ গ্রীন, বাঘাযতীন, যাদবপুর, লর্ডস, টালিগঞ্জ, কুঁদঘাট, রাণীকুঠি, নেতাজিনগর, নাকতলা, গড়িয়া এলাকায় 'সামওয়ান টু সামওয়ান'-এর খাবার পৌঁছে যাবে।
তবে শুধু করোনা আক্রান্তদের জন্য এই ব্যবস্থা নয়। রুকমা টলিউডের ক্যামেরার পিছনের অসংখ্য মানুষদের জন্যও এই ব্যবস্থা রেখেছেন। এমনকী ইন্ডাস্ট্রির বাইরে এই কার্যত লকডাউনের জন্য যাঁরা সমস্যায় পড়েছেন তাঁদের পাশেও রুকমা ও তাঁর বন্ধুরা দাঁড়াবেন। বয়স্ক মানুষদের জন্য খাবার পৌঁছে দেবে 'সামওয়ান টু সামওয়ান'। শুধু একটা ফোন কলই যথেষ্ট। তবে আপাতত অল্প দিনের পরিকল্পনা মাথায় নিয়ে নামলেও এটা এগিয়ে নিয়ে যাওয়ার কথাই ভাবছেন এই চার বন্ধু। কিন্তু এই নন প্রফিট অর্গানাইজেশনে আরও কেউ যুক্ত হলে সেই কাজ আরও সুবিধা হয় বলেই মত তাঁদের। তাই আরও কেউ যুক্ত হতে চাইলে উপরোক্ত হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করলেই হবে।

Find Out More:

Related Articles: