চলে গেলেন গায়ক অরিজিৎ সিংহের মা

frame চলে গেলেন গায়ক অরিজিৎ সিংহের মা

A G Bengali
মাতৃহীন অরিজিৎ সিং (Arijit Singh)।  বুধবার রাত এগারোটা নাগাদ শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন  জনপ্রিয় গায়কের মা অদিতি সিং । ছিলেন ভেন্টিলেশনে। সঙ্গে একমো সাপোর্ট। একে একে সব অঙ্গ প্রত্যঙ্গ কাজ করা বন্ধ করে দেয় তার। চলছিল কিডনি  ডায়ালাইসিসও। ভর্তি ছিলেন ঢাকুরিয়ার এক বেসরকারি হাসপাতালে। সাধারণ মানুষ এবং খ্যাতনামীদের সহায়তায় রক্তের ব্যবস্থা হয়। সুস্থ হয়ে ওঠেন গায়কের মা। ১৭ তারিখ, অর্থাৎ ৩ দিন আগে করোনামুক্ত হন তিনি। কিন্তু শেষ রক্ষা হল না। হাসপাতাল সূত্রে খবর, সেরিব্রাল স্ট্রোকে মৃত্যু হয়েছে তাঁর।


অন্যদিকে, করোনার ভয়াবহতা দিন দিন বাড়ছে। করোনা আক্রান্ত এক বৃদ্ধা, বিজয়গড়ের বাসিন্দা সাহায্য চেয়ে ফোন করেন নৃত্যশিল্পী অভিরূপ সেনগুপ্তকে। তিনি সঙ্গে সঙ্গে পৌঁছন বৃদ্ধার বাড়িতে। তাঁর ছেলেও আক্রান্ত ছিলেন। বেসরকারি হাসপাতালেও ঘুরেছেন তবে বেড জোটেনি বৃদ্ধার। খবর পৌঁছয় সিঙ্গাপুরে, ঋতুপর্ণা সেনগুপ্তর কাছে। তিনি কথা বলে এম আর বাঙুরে ভর্তি করার ব্যবস্থা করে দেন। বৃদ্ধার ওষুধপত্রর ব্যবস্থা করছেন অভিরূপ নিজে। নিয়মিত যোগাযোগ রাখছেন ঋতুপর্ণা। এছাড়াও দক্ষিণ কলকাতার করোনা আক্রান্তদের বিনামূল্যে খাবার পৌঁছে দিচ্ছেন তাঁরা। খবর পৌঁছয় সিঙ্গাপুরে, টলিউড অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তর কাছে। তিনি কথা বলে এম আর বাঙুরে ভর্তি করার ব্যবস্থা করে দেন। বৃদ্ধার ওষুধপত্রর ব্যবস্থা করছেন অভিরূপ নিজে। নিয়মিত যোগাযোগ রাখছেন ঋতুপর্ণা। এছাড়াও দক্ষিণ কলকাতার করোনা আক্রান্তদের বিনামূল্যে খাবার পৌঁছে দিচ্ছেন তাঁরা।

Find Out More:

Related Articles:

Unable to Load More