বলিউড সংবাদমাধ্যম বলছে, শাহরুখ খানের সঙ্গে জুটি না বাঁধলেও মাধুরী দীক্ষিত ওরফে ‘চন্দ্রমুখী’ নাকি ফিরতে চলেছেন ভন্সালীর প্রথম ওয়েব সিরিজ ‘হীরা মান্ডি’তে। সব ঠিক থাকলে সিরিজের একটি মুজরোর দৃশ্যে দেখা যাবে ‘ধকধক গার্ল’কে। ছবিতে ২টি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করবেন সোনাক্ষী সিংহ, হুমা কুরেশি। সঞ্জয়ের কাজ মানেই বিশাল ক্যানভাস, জমকালো সেট। সিরিজেও তার ব্যতিক্রম ঘটছে না। পরিচালকের ঘনিষ্ঠ সূত্রের খবর, সেই কারণেই নাচের একটি বিশেষ দৃশ্যে তিনি মাধুরীকে চাইছেন। এই মুজরোর দৃশ্য নাকি সিরিজের অন্যতম গুরুত্বপূর্ণ দৃশ্য হতে চলেছে, দাবি সঞ্জয়ের।
অন্যদিকে, টলিপাড়ায় করোনা হানা দিয়েছিল আগেই। কিছুদিন আগেই করোনা আক্রান্ত হয়েছিলেন বর্ষীয়ান অভিনেতা সন্ধ্যা রায়। বেশ কিছুদিন ধরে সর্দি-জ্বরে ভোগার পর পরীক্ষা করালে তা পজেটিভ আসে। অভিনেত্রী সন্ধ্যা রায়ের প্রাথমিক চিকিৎসার জন্য তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। বুকে কফ বসে ছিল তাঁর তাই কোনও ঝুঁকি নিতে প্রস্তুত ছিলেন না তাঁরা। শুক্রবার করোনাকে জয় করে বাড়ি ফিরলেন অভিনেতা। অভিনেত্রীর বয়স ৮০ বছর। বয়সজনিত কারণেই এক বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় অভিনেতাকে, সবসময় চিকিৎসকদের তত্ত্বাবধানে রাখার জন্যই এই সিদ্ধান্ত নেয় তাঁর পরিবার। কোভিড ওয়ার্ডে চিকিৎসাধীন থাকাকালীন অক্সিজেন স্যাচুরেশন ওঠা নামা করেছে। ফলে উদ্বেগে ছিলেন পরিবারের সকলে। চিন্তায় ছিল টলিউড। কোভিড ওয়ার্ডে চিকিৎসাধীন থাকাকালীন অক্সিজেন স্যাচুরেশন ওঠা নামা করেছে। ফলে উদ্বেগে ছিলেন পরিবারের সকলে। চিন্তায় ছিল টলিউড।