ভারতের সর্বকালের অন্যতম সেরা মহিলা ক্রিকেটার মিতালি। এই মুহূর্তে তিনি জাতীয় দলের টেস্ট এবং ওয়ানডে ক্যাপ্টেন। দু'বছর আগে মিতালির জন্মদিনের দিনই জানা যায় যে, এবার বড় পর্দায় তাঁর জীবনী ফুটিয়ে তুলবেন দক্ষিণী অভিনেত্রী তাপসী পান্নু (Tapsee Pannu)। প্রযোজক সংস্থা ভায়াকম এইটটিন এই ঘোষণা করেছিল। রাহুল ঢোলাকিয়া এদিন টুইটারে লেখেন, "দুর্ভাগ্যবশত আমি এই স্বপ্নটার অংশ হতে পারছি না। কিন্তু আমি এই স্বপ্ন বাস্তবায়িত করার জন্য তাঁদের পাশে থাকব। কোভিডে সকলের সূচি ওলটপালট হয়েছে। আমিও তার ব্যতিক্রম নই। অজিত আন্ধারে ও তাঁর দলের জন্য আমার শুভেচ্ছা রইল।" রাহুলের বদলে টলিউডের প্রথম সারির পরিচালক সৃজিত মুখোপাধ্যায় ছবিটি পরিচালনা করছেন। নতুন দায়িত্ব পেয়ে উচ্ছ্বসিত দেশের অন্যতম সেরা পরিচালক। নিজেও এই খবর সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন সৃজিত।
মঙ্গলবার সন্ধ্যায় টুইটারে যে বিবৃতি জারি করেন পরিচালক রাহুল ঢোলাকিয়া, তাতে তিনি লিখেছেন, ‘তুমি জানতে এই ছবিটা তুমি পরিচালনা করছ। কিন্তু দুঃখজনক, আচমকাই এই ছবির সঙ্গে তোমার যাত্রা থমকে যায়। এই ছবির সঙ্গে একাধিক সুন্দর স্মৃতি জড়িয়ে রয়েছে আমার। তাই এই বিবৃতি লেখার সময়ে আবেগতাড়িত হয়ে পড়ছি।’ মিতালীর জীবনীচিত্রের সঙ্গে জড়িত প্রত্যেক ব্যক্তিকে তিনি শুভেচ্ছা জানিয়েছেন। তাঁর ‘স্বপ্নের ছবি’ যেন সাফল্যের চূড়া দেখতে পায়, এমনই আশা করেছেন রাহুল। মিতালীর জীবনীচিত্রের সঙ্গে জড়িত প্রত্যেক ব্যক্তিকে তিনি শুভেচ্ছা জানিয়েছেন। তাঁর ‘স্বপ্নের ছবি’ যেন সাফল্যের চূড়া দেখতে পায়, এমনই আশা করেছেন রাহুল।