হাসপাতালকে আর্থিক সাহায্য অমিতাভের

A G Bengali
অমিতাভ বচ্চন সম্প্রতি মুম্বইয়ের সিওন হাসপাতাল অনুদান হিসাবে প্রায় ২ কোটি টাকার মেশিন, মনিটর, সিআরএম ইমেজ ইন্টিফায়ার, ইনফিউশন পাম্প ইত্যাদি পেয়েছে। হাসপাতালের সুপার ডক্টর মোহন জোশী হাসপাতালের সকল চিকিৎসক এবং চিকিৎসক কর্মীদের পক্ষ থেকে অমিতাভ বচ্চনকে ধন্যবাদ জানিয়েছেন। প্রসঙ্গত, গতকালের পর আজ ফের অনেকটা বেড়েছে দৈনিক করোনা সংক্রমণ (Daily Corona Cases)। ৫০ হাজারের গন্ডি টপকে বুধবার দেশে করোনা সংক্রমিত হয়েছিলেন ৫০ হাজার ৮৪৮ জন। বৃহস্পতিবার তা অনেকটা বেড়ে ৫৪ হাজার  ৬৯ জন। এই নিয়ে টানা দুদিন ৫০ হাজারের উপর দৈনিক সংক্রমণ।

অন্যদিকে, সম্প্রতি আমেরিকায় একটি ভারতীয় স্ট্রিমিং প্ল্যাটফর্মের উদ্বোধনে প্রিয়ঙ্কা বলেছেন, ‘‘ইন্ডাস্ট্রিতে কয়েকজনের একচেটিয়া রাজত্ব ভেঙে দিয়েছে স্ট্রিমিং প্ল্যাটফর্ম।’’ প্রিয়ঙ্কার মতে, ‘‘হিন্দি ছবি বা সিরিজ়কে ফর্মুলার বাইরে ভাবতে বাধ্য করেছে এই প্ল্যাটফর্মগুলি। ভারতীয় ওটিটির ক্ষেত্রে এটি খুব গুরুত্বপূর্ণ সময়।’’ অনুরাগীদের উদ্দেশে তাঁর বার্তা, এই প্ল্যাটফর্মগুলিকে যেন সাদরে গ্রহণ করা হয়। এখনও অবধি নেটফ্লিক্স ছবি ‘দ্য হোয়াইট টাইগার’-এ কাজ করেছেন প্রিয়ঙ্কা। তাঁর ও নিকের প্রযোজনা সংস্থা স্ট্রিমিং জায়ান্টদের সঙ্গে একাধিক চুক্তি করেছে। আগামী দিনে আন্তর্জাতিক মঞ্চে দক্ষিণ এশীয় দেশগুলির প্রতিনিধিত্ব বাড়াতেও নিজের সংকল্পের কথা বলেছেন প্রিয়ঙ্কা।এখনও অবধি নেটফ্লিক্স ছবি ‘দ্য হোয়াইট টাইগার’-এ কাজ করেছেন প্রিয়ঙ্কা। তাঁর ও নিকের প্রযোজনা সংস্থা স্ট্রিমিং জায়ান্টদের সঙ্গে একাধিক চুক্তি করেছে। আগামী দিনে আন্তর্জাতিক মঞ্চে দক্ষিণ এশীয় দেশগুলির প্রতিনিধিত্ব বাড়াতেও নিজের সংকল্পের কথা বলেছেন প্রিয়ঙ্কা।

Find Out More:

Related Articles: