২৩শে জুলাই পর্যন্ত পুলিশি হেফাজতে পর্ণ কাণ্ডে অভিযুক্ত রাজ কুন্দ্রা

frame ২৩শে জুলাই পর্যন্ত পুলিশি হেফাজতে পর্ণ কাণ্ডে অভিযুক্ত রাজ কুন্দ্রা

A G Bengali
সুশান্ত সিংহ রাজপুতের আত্মহত্যার পরেই গত এক বছর ধরে মাদক কাণ্ডে টালমাটাল বলিউড। মায়ানগরীর বহু রথী-মহারথীকে বিষয়টি নিয়ে ইতিমধ্যেই জিজ্ঞাসাবাদ করা হয়েছে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর দফতরে। সেই রেশ কাটার আগেই ফের জোর ধাক্কা টিনসেল টাউনে। মুম্বই পুলিশের তরফে একটি বিবৃতিতে বলা হয়েছে, তাঁদের কাছে প্রচুর তথ্য প্রমাণ রয়েছে, যার ভিত্তিতে তাঁরা রাজ কুন্দ্রাকে (Raj Kundra) ডেকে পাঠানো হয়। রাত আটটা থেকে চলে জিজ্ঞাসাবাদ, এরপরই পর্নোগ্রাফি সিনেমা তৈরি এবং বিভিন্ন অ্যাপের মাধ্যমে তা প্রকাশ করার অভিযোগে গ্রেফতার করা হয় তাঁকে। মুম্বই পুলিশের হাতে তথ্য প্রমাণ হিসাবে উঠে এসেছে রাজ কুন্দ্রার হোয়াটসঅ্যাপ চ্যাটও। পর্ন ছবি থেকে উপার্জিত অর্থ নিয়েও আলোচনা ছিল চ্যাটে। সূত্রের খবর, আগামী ২৩শে জুলাই পর্যন্ত পুলিশ হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে রাজ ও রায়ানকে। রাজের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধি আইনের একাধিক মামলা দায়ের হয়েছে। প্রতারণার মামলা অনুযায়ী ৪২০ , অশ্লীল ছবি ও বিজ্ঞাপন তৈরি এবং তা ছড়িয়ে দেওয়ার মামলা ২৯২ এবং ২৯৩ রুজু করা হয়েছে রাজের বিরুদ্ধে।


এই মুহূর্তে শিল্পা নাচের রিয়্যালিটি শো ‘সুপার ড্যান্সার ৪’-এর অন্যতম বিচারক। খবর, রাজের আচমকা গ্রেফতারিতে হতবাক তিনিও। মঙ্গলবার তিনি শ্যুটে আসেননি। সবার থেকে, সমস্ত কাজ থেকে নিজেকে দূরে সরিয়ে রেখেছেন তিনি। এ দিকে পর্ন-কাণ্ডে শিল্পা শেট্টির স্বামী রাজ কুন্দ্রার গ্রেফতারের এক দিন পরই গ্রেফতার হলেন তাঁর সহযোগী রায়ান থর্প। থর্পকে পর্ন ছবির প্রযোজনা ও ছড়িয়ে দেওয়ার অপরাধে গ্রেফতার করেছে মুম্বই পুলিশ।

Find Out More:

Related Articles:

Unable to Load More