লন্ডনে (London)-এ আশা ভোঁসলে (Asha Bhosle)র রেস্তোরাঁতে হাজির হলিউড তারকা টম ক্রুজ (Tom Cruise)। চিকেন টিক্কা মশালার স্বাদ নিলেন হলিউড তারকা। আশা ভোঁসলের রেস্তোরাঁ Asha's Birmingham-র অফিসিয়াল ইনস্টাগ্রাম পেজে শেয়ার করা হয়েছে এই খবর। সম্প্রতি ইংল্যান্ডের বার্মিংহামে আশা ভোঁসলের রেস্তরাঁয় খেতে গিয়েছিলেন টম। খাবারের দীর্ঘ তালিকা থেকে প্রথমেই চিকেন টিক্কা মশলাকে বেছে নিয়েছিলেন ‘মিশন ইম্পসিবল’-এর ইথান হান্ট। এক প্লেটে মন ভরেনি টমের। এই পদ দ্বিতীয় বারও অর্ডার করেছিলেন হলিউডের প্রথম সারির এই অভিনেতা। তার উপরে তাঁর আবদার ছিল মুরগির এই বিশেষ পদে যেন অতিরিক্ত মশলা দেওয়া হয়।টমের ছবি পোস্ট করা হয় আশার রেস্তরাঁর ইনস্টাগ্রাম পেজ থেকে। দেখা যাচ্ছে, রেস্তরাঁর বাইরে নীল পোশাকে দাঁড়িয়ে টম। তাঁর মুখে হাসি। সেখানেই টমের চিকেন টিক্কা মশলা প্রীতির কথা জানানো হয়েছে। স্বয়ং টম ক্রুজ তাঁর রেস্তরাঁয় এসে খাওয়া দাওয়া করেছেন, এ কথা জানতে পেরে উৎফুল্ল আশা। সেখানেই টমের চিকেন টিক্কা মশলা প্রীতির কথা জানানো হয়েছে। স্বয়ং টম ক্রুজ তাঁর রেস্তরাঁয় এসে খাওয়া দাওয়া করেছেন, এ কথা জানতে পেরে উৎফুল্ল আশা।
লন্ডনে Mission: Impossible 7 ছবির শ্যুটিংয়ের ফাঁকে Asha's Birmingham রেস্তোরাঁতে হাজির হয়েছিলেন টম ক্রুজ (Tom Cruise)। প্রসঙ্গত, গান করা ছাড়াও রান্না করতে ভীষণই পছন্দ করেন গায়িকা আশা ভোঁসলে। শুধু লন্ডন নয়, আবু ধাবি, বাহরাইন, কুয়েত, কাতার এবং সৌদি আরব সহ বিশ্বের বিভিন্ন প্রান্তে তাঁর রেস্তোরাঁর শাখা রয়েছে।