ফের এনফোর্সমেন্ট ডিরেক্টরেটেরের জেরার মুখে অভিনেতা জ্যাকলিন ফার্নান্ডেজ (Jacqueline Fernandez)। সুকেশ চন্দ্রশেখরের (Sukesh Chandrashekhar) আর্থিক তছরুপ মামলায় আগামী ২৫ সেপ্টেম্বর তাঁকে আবারও ডেকে পাঠিয়েছে ইডি। এই মামলার অন্যতম সাক্ষী তিনি। এর আগেও দিল্লিতে ছয়ঘন্টা জেরা করা হয়েছিল জ্যাকলিনকে, রেকর্ড করা হয়েছিল তাঁর বয়ান। সেই বয়ানের ভিত্তিতেই ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে এই মামলার অন্যতম অভিযুক্ত সুকেশ চন্দ্রশেখরের বান্ধবী অভিনেতা লীনা মারিয়া পলকে (Leena Maria Paul)। সুকেশ জেলে থাকাকালীন তিনিই এই প্রতারণা চক্র চালাতেন বলে অভিযোগ।
অন্যদিকে, রাজ কুন্দ্রার নামে ১৪০০ পাতার চার্জশিট পেশ করেছে মুম্বই পুলিশের অপরাধ দমন শাখা। আর তারই একটি অংশে শিল্পার বয়ান লেখা হয়েছে। জানা গিয়েছে, এই মামলায় শিল্পার নাম অন্তর্ভুক্ত সাক্ষী হিসেবে। সেই চার্জশিটেই রাজের শ্যালক প্রদীপ বক্সীর নাম উল্লেখ করা হয়েছে। চার্জশিটের দাবি, শিল্পা মুম্বই পুলিশকে জানিয়েছেন, রাজের অ্যাপ ‘হটশটস’ এবং ‘বলিফেম’ সম্পর্কে তাঁর কাছে কোনও তথ্য ছিল না। পুলিশের খবর, পর্ন বানিয়ে এই দু’টি অ্যাপের মাধ্যমে ছড়িয়ে দিতেন রাজ। গুগল প্লে স্টোর এবং অ্যাপেল অ্যাপ স্টোর থেকে ‘হটশটস’ বাতিল করে দেওয়ার পর ‘বলিফেম’ তৈরি করা হয়েছিল। চার্জশিটের দাবি, শিল্পা মুম্বই পুলিশকে জানিয়েছেন, রাজের অ্যাপ ‘হটশটস’ এবং ‘বলিফেম’ সম্পর্কে তাঁর কাছে কোনও তথ্য ছিল না। পুলিশের খবর, পর্ন বানিয়ে এই দু’টি অ্যাপের মাধ্যমে ছড়িয়ে দিতেন রাজ। গুগল প্লে স্টোর এবং অ্যাপেল অ্যাপ স্টোর থেকে ‘হটশটস’ বাতিল করে দেওয়ার পর ‘বলিফেম’ তৈরি করা হয়েছিল।