রণবীর কপূরকে নাকি ভারতীয় ক্রিকেট বোর্ডের সভাপতির ভূমিকায় অভিনয় করতে দেখা যেতে পারে। একই সঙ্গে উঠে এসেছিল পরমব্রত চট্টোপাধ্যায়ের নামও। কারণ, তাঁর সঙ্গে সৌরভের আদল মেলে। ‘দাদা’র ভূমিকায় তা হলে কে অভিনয় করবেন? এই নিয়ে যখন চর্চা চরমে তখনই বলিউড সংবাদমাধ্যম জানাচ্ছে, সৌরভের চরিত্রে অভিনয়ের প্রস্তাব নাকি ফিরিয়ে দিয়েছেন রণবীর! তিনি একেবারেই আগ্রহী নন। রণবীর এ কথাও জানিয়েছেন, তিনি কারওর জীবনীচিত্রে অভিনয় করতেই আগ্রহী নন। ব্যতিক্রম, সঞ্জু বা সঞ্জয় দত্ত। বায়োপিকের জন্য উঠে এসেছিল পরমব্রত চট্টোপাধ্যায়ের (Parambrata Chatterjee) নাম। অনেকের কথায় পরমব্রতর সঙ্গে 'দাদা'র আদল অনেকটাই নাকি মেলে। তবে লভ রঞ্জন নিজেই পরমব্রতকে নিয়ে আগ্রহী নন। নির্মাতারা চান সর্বভারতীয় কোনও মুখ।
এখন প্রশ্ন, তাহলে বায়োপিকে 'দাদা'র ভূমিকায় অভিনয় করবেন কে? লভ রঞ্জন ঘনিষ্ঠ এক ব্যক্তি সর্বভারতীয় সংবাদ-মাধ্যমকে জানাচ্ছেন, ''বায়োপিকে সৌরভ নিজেই অভিনয় করতে পারেন, সে সম্ভাবনা আমরা উড়িয়ে দিতে পারি না। সৌরভ গঙ্গোপাধ্যায়ের চেয়ে তাঁকে আর কে ভালো জানে? তবে এই মুহূর্তে, চিত্রনাট্য অর্ধেকও প্রস্তুত নয়। চিত্রনাট্য প্রস্তুত হলে হলে নির্মাতারা তখনই চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন।'' শোনা যাচ্ছে এমাসেই চলচ্চিত্র নির্মাতা লভ রঞ্জন এবং অঙ্কুর গর্গের প্রতিষ্ঠিত প্রযোজনা সংস্থার তরফে সৌরভের বায়োপিক তৈরির কথা আনুষ্ঠানিক ভাবে ঘোষণা করবে। শোনা যাচ্ছে এমাসেই চলচ্চিত্র নির্মাতা লভ রঞ্জন এবং অঙ্কুর গর্গের প্রতিষ্ঠিত প্রযোজনা সংস্থার তরফে সৌরভের বায়োপিক তৈরির কথা আনুষ্ঠানিক ভাবে ঘোষণা করবে।