পায়ে চোট পেলেন সৌমিতৃষা

frame পায়ে চোট পেলেন সৌমিতৃষা

A G Bengali
মিঠাই ওরফে সৌমিতৃষা কুন্ডু (Soumitisha Kundu)। এমনিতেই ধারাবাহিকে যখনই তিনি বিপদে পড়েন ‘হেলেপ’ চান গোপালের কাছে। এবার সত্যি সত্যি ঈশ্বরকে ডাকতে হচ্ছে সৌমিতৃষাকে (Soumitisha Kundu)। আসলে পড়ে গিয়ে পা চোট পেয়েছেন সৌমিতৃষা। সেই কথা নিজেই শেয়ার করেছেন অভিনেত্রী তাঁর ইনস্টাগ্রাম স্টোরিতে। খুব সম্ভবত পায়ের অ্যাঙ্কেলের লিগামেন্টে চোট পেয়েছেন অভিনেত্রী। অ্যাঙ্কেল ক্রেপ ব্যান্ডেজ দিয়ে বাঁধা রয়েছে, সঙ্গে বাড়তি প্রোটেকশনের জন্য নি-ক্যাপ (Knee Cap) পরে রয়েছেন সৌমিতৃষা। ছবির ক্যাপশনে সৌমিতৃষা লিখেছেন, ‘কঠিন সময়ে সাহায্যের জন্য ভগবানকে ডাকুন।’


অন্যদিকে, কিছুদিন আগেই ভাইরাল হয়েছিল 'টুম্পা সোনা' গানটি। পার্টি থেকে শুরু করে পুজোর প্যান্ডেল সর্বর্ত্রই হিট ছিল এই গান। গানটি লিখেছিলেন আরব। গানটি সুর করেছিলেন অভিষেক দে। টুম্পার সাফল্যের পর ফের একত্রিত হলেন তাঁরা। তৈরি করে ফেলেছেন নতুন গান 'স্বপ্নে দেখা রানি'। স্কুলজীবনের প্রেম, অধরা মাধুরীকে কল্পনায় কাছে পাওয়ার ইচ্ছে, প্রেমিকাকে ঘুরতে নিয়ে যাওয়ার জন্য বা ফুচকা ভেলপুরি খাওয়ার জন্য স্যারের মাইনে থেকে টাকা সরানো এই সব নস্টালজিয়ার কথাই সমগ্র গান জুড়ে৷ কিন্তু এত কিছুর পরেও সেই স্বপ্নের রানি কি জীবনে এল নাকি স্বপ্নেই থেকে গেল!তারই উত্তর রয়েছে গানের শেষে। স্কুলজীবনের প্রেম, অধরা মাধুরীকে কল্পনায় কাছে পাওয়ার ইচ্ছে, প্রেমিকাকে ঘুরতে নিয়ে যাওয়ার জন্য বা ফুচকা ভেলপুরি খাওয়ার জন্য স্যারের মাইনে থেকে টাকা সরানো এই সব নস্টালজিয়ার কথাই সমগ্র গান জুড়ে৷ কিন্তু এত কিছুর পরেও সেই স্বপ্নের রানি কি জীবনে এল নাকি স্বপ্নেই থেকে গেল!তারই উত্তর রয়েছে গানের শেষে।

Find Out More:

Related Articles:

Unable to Load More