আপাতত সুস্থ সলমন খান। সতর্কতার অভাব আর তার জেরেই জন্মদিনের আগে দুর্ঘটনার মুখে সলমন খান(Salman Khan)। শনিবার বড়দিনের রাতে পানভেলের ফার্ম হাউজে বন্ধুদের সঙ্গে আড্ডায় মেতেছিলেন ভাইজান। সংবাদমাধ্যমে প্রাকশিত তথ্য অনুযায়ী, কিছুদিন আগেই সলমনকে তাঁর ফার্ম হাউজের কেয়ারটেকার জানিয়েছিলেন যে ফার্ম হাউজে সাপ ঢুকেছে, ব্যবস্থা না নিলে বাড়বে সমস্যা। কেয়ারটেকারের আগাম সতর্কতা থাকা সত্ত্বেও ফার্ম হাউজ থেকে সাপ তাড়াতে কোনও ব্যবস্থা নেওয়া হয়নি।
শনিবার রাতে বন্ধুদের সঙ্গে গল্প করছিলেন সলমন খান। এমন সময়ই তাঁর চেয়ার থেকে একটি সাপ নেমে আসতে দেখে তাঁর বন্ধুরা। এরপরই সলমন হাতে ব্যথা অনুভব করেন এবং দেখেন যে তাঁকে সাপে কামড়েছে। তড়িঘড়ি সলমনকে এমজিএম হাসপাতালে নিয়ে যায় তাঁর বন্ধুরা। নবী মুম্বইয়ের এই হাসপাতালে একাধিক ডাক্তার দেখেন সুপারস্টারকে। হাসপাতালে আনার সঙ্গে সঙ্গেই তাঁকে বিষ নিরোধক ইঞ্জেকশন দেন চিকিৎসক। এরপর বেশ কিছু ঘণ্টা তাঁকে পর্যবেক্ষণে রাখা হয়। অবশেষে রবিবার বারোটা নাগাদ হাসপাতাল থেকে ছাড়া হয় সলমনকে। সারাদিন রেস্ট নেওয়ার পর আপাতত পুরোপুরি সুস্থ সলমন। ইতিমধ্য়েই গোটা ফার্ম হাউজ সাজানো হয়েছে বেলুন দিয়ে। সেখানেই একটি ছবি ক্লিক করেছেন সলমন। হাসপাতালে আনার সঙ্গে সঙ্গেই তাঁকে বিষ নিরোধক ইঞ্জেকশন দেন চিকিৎসক। এরপর বেশ কিছু ঘণ্টা তাঁকে পর্যবেক্ষণে রাখা হয়। অবশেষে রবিবার বারোটা নাগাদ হাসপাতাল থেকে ছাড়া হয় সলমনকে। সারাদিন রেস্ট নেওয়ার পর আপাতত পুরোপুরি সুস্থ সলমন। ইতিমধ্য়েই গোটা ফার্ম হাউজ সাজানো হয়েছে বেলুন দিয়ে। সেখানেই একটি ছবি ক্লিক করেছেন সলমন।