ফের একজোট সুনীল শেট্টি ও সঞ্জয় দত্ত

frame ফের একজোট সুনীল শেট্টি ও সঞ্জয় দত্ত

A G Bengali
ফের একজোট সুনীল শেট্টি ও সঞ্জয় দত্ত। প্রায় ১২ বছর পর জুটি বাঁধছেন পরিচালক সমীর কর্নিকের নতুন ছবিতে। যার পুরোটা জুড়েই ভরপুর কমেডির স্বাদ। ‘কাঁটে’ বা ‘শ্যুটআউট অ্যাট লোখান্ডওয়ালা’-সহ বেশ কিছু ছবিতে সহ-অভিনেতা হিসেবে কাজ করেছেন সঞ্জয়-সুনীল। শেষ বার তাঁদের একসঙ্গে দেখা গিয়েছিল ‘নো প্রবলেম’ ছবিতে। অন্য দিকে, এর আগে তিন দেওল-কে এক ছবিতে এনে হইচই ফেলে দিয়েছিলেন সমীর। তাঁর ছবি ‘যমলা পাগলা দিওয়ানা’য় কাজ করেন ধর্মেন্দ্র এবং দুই পুত্র সানি এবং ববি দেওল। তিন জনের জমাটি অভিনয়ের হাত ধরে কমেডি ছবিটি বক্স অফিসে শোরগোল ফেলে দেয়। এ বার সমীরের নতুন ছবিতে সঞ্জয়-সুনীল ছাড়াও থাকবেন এষা গুপ্ত, জায়েদ খান, সৌরভ শুক্ল, জাভেদ জাফরির মতো নব্বই দশকের নামী অভিনেতারা।

অন্যদিকে, 'লতা দিদি মুম্বইয়ের ব্রীচ ক্যান্ডি হাসপাতালের আইসিইউতে রয়েছেন। আজ সকালে তাকে এক্সটুবেশন (ভেন্টিলেটর বন্ধ করে) একটি ট্রায়াল দেওয়া হয়েছে। বর্তমানে, তাঁর শারীরিক অবস্থার উন্নতির লক্ষণ দেখা যাচ্ছে। তবে আপাতত ডাঃ প্রতীতি সামদানীর নেতৃত্বে চিকিৎসক দলের পর্যবেক্ষণে থাকবেন। আপনাদের প্রার্থনা এবং শুভ কামনার জন্য প্রত্যেককে ধন্যবাদ জানাই',বলেছেন মঙ্গেশকরের ঘনিষ্ঠ বন্ধু আনুশা শ্রীনিবাসন। কিছুদিন আগে, ৯২ বছর বয়সী তারকার দল টুইট করেছিল,'লতা দিদির স্বাস্থ্যের উন্নতি হয়েছে এবং তিনি আইসিইউতে রয়েছেন। দয়া করে বিরক্তিকর গুজব ছড়ানো বা দিদির স্বাস্থ্য সম্পর্কিত এলোমেলো বার্তা ছড়াবেন না। ধন্যবাদ।'

Find Out More:

Related Articles:

Unable to Load More