দিশা পারমার কি মা হতে চলেছেন? জানুন সত্যি

frame দিশা পারমার কি মা হতে চলেছেন? জানুন সত্যি

A G Bengali
পাপারাৎজিদের ক্যামেরায় বন্দি হন রাহুল বৈদ্য আর দিশা পারমার। আর তারপর থেকেই দিশার প্রেগন্যান্সির জল্পনা সোশ্যাল মিডিয়ায়। এদিন রাহুলকে কালো টি-শার্ট আর ব্লু ডেনিমে দেখা গিয়েছিল। আর দিশা পরেছিলেন জিন্সের সাথে ওভারসাইজড কমলা রঙের শার্ট। আর তা দেখেই ‘দিশুল’ ভক্তরা অনুমান করে বসেন মা হতে চলেছেন দিশা। প্রেগন্যান্সি নিয়ে জল্পনা শুরু হওয়ার আগেই তাতে জল ঢেলে দেন দিশা। বোঝা যায় এসব খবরে তিনি বেশ বিরক্ত, আর চান না কথা বাড়ুক। সোশ্যাল মিডিয়ায় দিশাকে পোস্ট করতে দেখা যায়, ‘আর কোনওদিন ওভারসাইজড শার্ট পরব না! আর যারা জানতে চান তাঁদের জন্য… আমি প্রেগন্যান্ট না।’


অন্যদিকে, ছোটপর্দার টক শো থেকে বলিউডের অ্যাওয়ার্ড অনুষ্ঠানের মঞ্চ কপিল শর্মার(Kapil Sharma) জনপ্রিয়তা আকাশছোঁয়া। ইতিমধ্যে কিস কিসকো প্যার করু আর ফিরঙ্গী নামের দুটি ছবিতে অভিনয়ও করেছেন কপিল শর্মা। আবারও একটি ছবিতে দেখা যাবে তাঁকে। ইতিমধ্য়েই সেই ছবি সাইন করেছেন কপিল শর্মা। কপিলের সেই ছবির অন্যতম প্রযোজক অভিনেতা পরিচালক নন্দিতা দাস(Nandita Das)। প্রযোজনার পাশাপাশি ছবিটি পরিচালনাও করবেন নন্দিতা দাস। কপিলের সঙ্গে এই ছবিতে দেখা যাবে সাহানা গোস্বামীকে। ছবিতে কপিল এক ডেলিভারি বয়। নন্দিতার মতো পরিচালকের সঙ্গে কাজ করতে পেরে উচ্ছ্বসিত কপিল শর্মা। প্রযোজনার পাশাপাশি ছবিটি পরিচালনাও করবেন নন্দিতা দাস। কপিলের সঙ্গে এই ছবিতে দেখা যাবে সাহানা গোস্বামীকে। ছবিতে কপিল এক ডেলিভারি বয়। নন্দিতার মতো পরিচালকের সঙ্গে কাজ করতে পেরে উচ্ছ্বসিত কপিল শর্মা।

Find Out More:

Related Articles:

Unable to Load More