‘ডিয়ার কমরেড’, ‘গীত গোবিন্দম’-এর মতো আদ্যোপান্ত প্রেমের ছবিতে একসঙ্গে কাজ করেছেন বিজয়-রশ্মিকা। বলা হয়, পর্দার সেই প্রেম গড়িয়েছে বাস্তবেও। একসঙ্গে জিমে যাওয়া থেকে চুপি চুপি শহর ছাড়া— বিজয়-রশ্মিকার কীর্তিকলাপ নিয়ে চর্চার শেষ নেই। আপাতত মুম্বইয়ে দিন কাটছে তাঁদের। একসঙ্গে নানা জায়গায় যেতে দেখা গিয়েছে নায়ক-নায়িকাকে। গুঞ্জন, কাজের পাশাপাশি বিয়ের প্রস্তুতির জন্যই মুম্বই এসেছেন দু’জন। চর্চা-আলোচনা বহাল। কিন্তু বিজয় বা রশ্মিকা স্পিকটি নট। গুঞ্জন, কাজের পাশাপাশি বিয়ের প্রস্তুতির জন্যই মুম্বই এসেছেন দু’জন। চর্চা-আলোচনা বহাল। কিন্তু বিজয় বা রশ্মিকা স্পিকটি নট।
অন্যদিকে, দীর্ঘ চার বছর প্রেমের সম্পর্কে আবদ্ধ তাঁরা। অবশেষে সেই সম্পর্কে সিলমোহর দিলেন শিবানি দান্ডেকর ও ফারহান আখতার। খান্ডালাতে শনিবার বসেছিল ফারহান-শিবানির বিয়ের আসর। ফারহান-শিবানির বিয়েতে হাজির ছিলেন পরিবার ও কাছের বন্ধুরা। মেহেন্দির অনুষ্ঠান, ব্যাচেলার পার্টি থেকে শুরু করে বিয়ের মন্ডপেও শিবানির পাশে হাজির বন্ধু রিয়া চক্রবর্তী। ফারহানের ছোটবেলার বন্ধু হৃতিক রোশন। এদিন সপরিবারে ফারহানের বিয়েতে হাজির ছিলেন হৃতিক। বিয়ের দিন ফারহান পরেছিলেন কালো রঙের স্যুট ব্লেজার। শিবানি পরেছিলেন লাল ও অফ হোয়াইট রঙের কম্বিনেশনের শোল্ডার ফ্রি ব্রাইডাল লং ড্রেস, মাথায় ছিল লাল ভেল। প্রথমে শোনা গিয়েছিল মারাঠী মতে বিয়ে করবেন তাঁরা কিন্তু শনিবার খ্রিষ্টান মতে বিয়ে করলেন তাঁরা। একে অপরের ধর্মকে সম্মান জানিয়েই খ্রিষ্টান মতে বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছিলেন তাঁরা। সকালেই সম্পন্ন হয় বিয়ের অনুষ্ঠান।