তৃতীয়বার করোনা আক্রান্ত অভিনেতা ভিক্টর বন্দ্যোপাধ্যায়

frame তৃতীয়বার করোনা আক্রান্ত অভিনেতা ভিক্টর বন্দ্যোপাধ্যায়

A G Bengali
ফের একবার করোনা থাবা বসালো বর্ষীয়ান অভিনেতার শরীরে। এই নিয়ে তিন নম্বরবার কোভিড রিপোর্ট পজিটিভ এল তাঁর। কয়েক সপ্তাহ আগেই করোনা আক্রান্ত হয়েছিলেন অভিনেতা, এরপর সেরেও উঠেছিলেন। কিন্তু কয়েকদিন যেতে না যেতেই ফের তাঁর শরীরে করোনা সংক্রমণ ধরা পড়ল। বর্তমানে লাইমলাইট থেকে দূরেই থাকেন ভিক্টর বন্দ্যোপাধ্যায়। চলতি বছর প্রজাতন্ত্র দিবসের প্রাক্কালে ভারত সরকারের পক্ষ থেকে পদ্মবিভূষণ সম্মান প্রাপকের তালিকায় নাম ঘোষণা করা হয়েছে তাঁর। শিল্পকলায় অবদানের জন্য এই পদ্ম-সম্মান পাচ্ছেন ভিক্টর বন্দ্যোপাধ্যায়।


অন্যদিকে, বিগত দু'সপ্তাহের মতো এই সপ্তাহেও জয়ের ধারা অব্যাহত 'গাঁটছড়া'-র(Gantchora)। ঋদ্ধিমান ও খড়ির জীবনে এখন নতুন সংকট। তাঁদের জীবনে ফিরে এসেছে দ্যুতি। রাহুলের উসকানিতে এখন দ্যুতির চক্ষুশূল খড়ি। তাই মিথ্যের জালে খড়িকে জড়ানোর চেষ্টা করছে সে। অন্যদিকে একইভাবে এবারও খড়িকে ভুল বুঝে চলেছে ঋদ্বিমান। সবমিলিয়ে টানটান চিত্রনাট্য ও ভালো অভিনয়ের জেরে এই সপ্তাহেও টিআরপি(TRP) তালিকায় প্রথম স্থানে রয়েছে গাঁটছড়া। গত সপ্তাহের থেকে নম্বর বেড়েছে এই ধারাবাহিকের। এই সপ্তাহে তার প্রাপ্য নম্বর ১০.২। গত সপ্তাহের থেকে এবার উন্নতি হয়েছে মিঠাইয়ের(Mithai)। তৃতীয় থেকে দ্বিতীয়স্থানে উঠে এসেছে এই ধারাবাহিক। তবে আগের সপ্তাহের মতোই এই সপ্তাহেও মিঠাইয়ের প্রাপ্ত নম্বর ৯.৪। মিঠাইয়ের সঙ্গেই দ্বিতীয়স্থানে রয়েছে মন ফাগুন(Mon Phagun)। তবে নম্বর কমেছে এই ধারাবাহিকের। নম্বর বেড়েছে আলতা ফড়িংয়ের(Alta Phoring)। এই সপ্তাহে এই ধারাবাহিক পেয়েছে ৯.৩।

Find Out More:

Related Articles:

Unable to Load More