৫ দিনে ৫০ কোটি আয় 'গাঙ্গুবাই'-এর

A G Bengali
পাঁচদিনে ৫০ কোটির দোরগোড়ায় সঞ্জয় লীলা বনশালির ছবি গঙ্গুবাই কাথিয়াওয়াড়ি। ছবিতে আলিয়ার অভিনয় নজর কেড়েছে দর্শকের। কিন্তু এই ছবিতে অভিনয় করতে রাজি হননি বলিউডের তিন প্রথম সারির নায়িকা। পরিচালক সঞ্জয়লীলা বনশালির ‘গাঙ্গুবাই কাঠিয়াওয়াড়ি’ ছবির সুবাদে বহুদিন পর হাউজফুল বোর্ড দেখল সিনেমাহল। করোনা আবহে যেভাবে বার বার ক্ষতির মুখ দেখছিল বলিউড। সেই অবস্থা থেকে কিছুটা স্বস্তি দিল আলিয়া ভাটের এই ছবি। দর্শকদের মতে, এই ছবির আসল ইউএসপিই হল আলিয়ার দুরন্ত অভিনয়। তবে জানেন কি, আলিয়ার আগে বলিউডের বেশ কয়েকজন নায়িকার কাছে এই চরিত্রটি অফার করেছিলেন সঞ্জয়লীলা বনশালি! তবে তাঁরা চিত্রনাট্য শুনে একেবারেই না করে দিয়েছিলেন।

অন্যদিকে, ভক্তদের কপালে চিন্তার ভাঁজ। পিছিয়ে গেল প্রভাসের ‘আদিপুরুষ’-এর মুক্তির দিন। আগে ঘোষণা করা হয়েছিল ২০২২-এর অগস্ট মাসে মুক্তি পাবে প্রভাস, সইফ আলি খান এবং কৃতি স্যানন অভিনীত ‘আদিপুরুষ’। কিন্তু, মহাশিবরাত্রির দিন নেটমাধ্যমে নতুন মুক্তির দিন ঘোষণা করলেন দক্ষিণী তারকা প্রভাস। ছবিটি মুক্তি পাবে ২০২৩ সালের ১২ জানুয়ারি, অপেক্ষা বাড়ল ভক্তদের। কিন্তু কেন পিছিয়ে গেল ‘আদিপুরুষ’-এর মুক্তি? এক সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, ছবির ভিজুয়াল এফেক্ট-এর কাজ এখনও বেশ কিছুটা বাকি। ভিএফএক্স-এর কাজ শেষ না হওয়ায় ছবির মুক্তির দিন পিছিয়ে দেওয়ার ঘটনা যদিও আগেও ঘটেছে। ‘আদিপুরুষ’ নিয়ে ভীষণই আশাবাদী প্রযোজকরা এবং টি-সিরিজ, তাঁই তাঁরা ‘আদিপুরুষ’-এর মুক্তি নিয়ে কোনওরকম তাড়াহুড়োয় রাজি নন।

Find Out More:

Related Articles: