অমিতাভের ‘ঝুন্ড’-এর আইনি জয়

frame অমিতাভের ‘ঝুন্ড’-এর আইনি জয়

A G Bengali
অমিতাভ বচ্চন অভিনীত ‘ঝুন্ড’। বলিউডের এই সিনেমার বিরুদ্ধে মামলা করেছিলেন স্বাধীন পরিচালক নন্দী চিন্নি কুমার। ২০১৮ থেকে ২০২২, চার বছর ধরে চলেছিল এই আইনি লড়াই। গতকাল ৪ মার্চ প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে ‘ঝুন্ড’। একইসাথে চিন্নি কুমারের আনা সমস্ত অভিযোগ বাতিল করে দেওয়া হয়েছে। ১০ লক্ষ টাকার জরিমানার নির্দেশও দেওয়া হয়েছে তাঁকে। যা আগামী ১০ দিনের মধ্যে চিন্নি কুমারকে জমা দিতে পিএম কেয়ার ফান্ডে। 


প্রকৃত ঘটনা কি? খবর, স্বাধীন পরিচালক ফুটবল খেলোয়াড় অখিলেশ পলের জীবনী নিয়ে ছবি তৈরির স্বত্ব কিনেছিলেন। ২০১৮-য় তিনি জানতে পারেন, অখিলেশের ফুটবল দলের প্রশিক্ষক বিজয় বর্ষের জীবন নিয়ে ছবি বানাতে চলেছে সুপার ক্যাসেট। কুমার এর পরেই সিভিল কোর্টে যান। দাবি করেন, প্রশিক্ষকের হাত ধরে 'ঝুন্ড'-এ স্বাভাবিক ভাবেই অখিলেশ পলের জীবনও দেখানো হবে। যার আগাম স্বত্ব তিনি কিনেছেন ইতিমধ্যেই। সেই অনুযায়ী তিনি ছবিমুক্তির স্থগিতাদেশের আবেদনও জানান। ২০২০-র ১৭ অক্টোবর ট্রায়াল কোর্ট কুমারের পক্ষে রায় দেয়। এবং মামলা শেষ না হওয়া পর্যন্ত সুপার ক্যাসেটকে ‘ঝুন্ড’ না দেখানোর নির্দেশ দেয়। এই আদেশ ওই বছরেরই ১৯ অক্টোবর তেলঙ্গানা হাইকোর্টও বহাল রাখে। এমনকী শীর্ষ আদালতও স্থগিতাদেশ প্রত্যাহার না করার নির্দেশ দেয়।


পরে কুমার ফের ট্রায়াল কোর্টে পূর্ব নির্দেশ ফিরিয়ে নেওয়ার আবেদন জানান। আদালতের নির্দেশ না মানলে বড় ধরনের ক্ষতিপূরণ দিতে হবে তাঁকে, আবেদনে এ কথাও জানান তিনি। কিন্তু এ বার তাঁর আবেদন অগ্রাহ্য করে আদালত। একই সঙ্গে মোটা অঙ্কের জরিমানা ধার্য হয় কুমারের উপর। যা আগামী ৩০ দিনের মধ্যে তাঁকে মেটাতে হবে।


Find Out More:

Related Articles:

Unable to Load More