নাগা চৈতন্যকে বিয়ের শাড়িও ফেরত দিয়ে দিয়েছেন সামান্থা!

frame নাগা চৈতন্যকে বিয়ের শাড়িও ফেরত দিয়ে দিয়েছেন সামান্থা!

A G Bengali
গত বছর অক্টোবর মাসে বিচ্ছেদ ঘোষণা করেন নাগা চৈতন্য(Naga Chaitanya) ও সামান্থা প্রভু(Samantha Prabhu)। তাঁদের বিচ্ছেদ শুনে মন ভাঙে ফ্যানেদের। বিবাহ বিচ্ছেদের পরে শোনা যায় যে বিশাল অঙ্কের খোরপোষ দাবি করেছেন নায়িকা। কিন্তু খোরপোষ তো দূরের কথা, বিয়ের শাড়িটাও নাগা চৈতন্যকে ফেরত দিয়েছেন সামান্থা। ইন্ডাস্ট্রির অন্দরের গুঞ্জন, খোলামেলা দৃশ্যে সামান্থার অভিনয় নিয়ে নাগার সঙ্গে আপত্তি জানিয়েছিলেন তাঁর মা-বাবাও। পুত্রবধূকে নাকি ‘সাহসী’ ভূমিকায় পর্দায় দেখতে আপত্তি ছিল তাঁদের। তবে বিবাহ বিচ্ছেদ নিয়ে অকপট হলেও নিজের বিরুদ্ধে এই অভিযোগ নিয়ে কোনও কথা বলেননি নাগার্জুন। 


তার পরে সম্প্রতি শোনা গেল, নাগার সঙ্গে বিয়েতে যে শাড়িটি সামান্থা পরেছিলেন, তা স্বামীর কাছে পাঠিয়ে দিলেন। এও কি প্রাক্তন শ্বশুর বাড়ির জোরাজুরিতেই? তেলুগু ইন্ডাস্ট্রির খবর, সাদা রঙের সেণই দক্ষিণী শাড়ি আসলে নাগার ঠাকুমার। তাই সেই শাড়ি নিজের কাছে রাখতে চাননি ‘ফ্যামিলি ম্যান ২’-এর নায়িকা। তা ছাড়া তিনি নাকি নাগা বা আক্কিনেনি পরিবারের কোনও জিনিসই আর নিজের কাছে রাখতে চান না।


অক্টোবর মাসে সামান্থা নেটমাধ্যমে লিখেছিলেন, ‘অনেক আলোচনা ও চিন্তাভাবনা করে সিদ্ধান্ত নিয়ে আমরা স্বামী-স্ত্রী দু’জন আলাদা পথ খুঁজে নিয়েছি। আমরা ভাগ্যবান যে এক দশকের বেশি সময় ধরে আমাদের মধ্যে যে বন্ধুত্ব ছিল, যা আমাদের সম্পর্কের মূল ভিত্তি, আমরা বিশ্বাস করি, সব সময় আমাদের মধ্যে সেই বন্ধন থাকবে। আমাদের ভক্ত, শুভাকাঙ্ক্ষী ও গণমাধ্যমের বন্ধুদের অনুরোধ, এ রকম একটা কঠিন সময়ে আমাদের পাশে থাকুন এবং আমাদের নিজের মতো থাকার সুযোগ দিন। সহযোগিতার জন্য ধন্যবাদ।’

Find Out More:

Related Articles:

Unable to Load More