অমৃতা রাওকে অভিনয় কি বলেছিলেন স্বামী?

frame অমৃতা রাওকে অভিনয় কি বলেছিলেন স্বামী?

A G Bengali
এক সাক্ষাৎকারে বলিউড অভিনেত্রী অমৃতা রাও নিজেই জানিয়েছেন, বিয়ের আগেই আরজে অনমোল তাঁকে অভিনয় ছেড়ে সংসার, গেরস্থালিতে মন দেওয়ার পরামর্শ দেন। হবু স্বামী এ ভাবে তাঁকে কেরিয়ার বিসর্জন দিতে বলায় বড়সড় ধাক্কা খেয়েছিলেন অমৃতা। তবে অভিনেত্রীর কথায়, অনমোল নিজেই নিজের ভুল বুঝতে পারেন। তাঁর উপর সিদ্ধান্ত চাপিয়ে দিতে চাওয়ার কারণে নাকি ক্ষমাও চেয়ে নেন। তবে বিষয়টি আরও বিস্তারিত ভাবে ব্যাখ্যা করেছেন অমৃতা। অভিনেত্রীর কথায়, ছবির জন্য চুম্বন বা যৌনদৃশ্যে অভিনয় করতে তাঁর খুবই অস্বস্তি হয়। সে কারণে একাধিক বড় বড় ছবির প্রস্তাবও ফিরিয়ে দিতে হয়েছে। অমৃতার দাবি, এ বিষয়টা খেয়াল করেই নাকি অভিনয় ছেড়ে ব্যক্তিগত জীবন, বিয়ে, সংসারে মনোযোগ দিতে বলেছিলেন অনমোল। তবে দিন দুয়েক পরেই বুঝতে পারেন, অন্যায্য দাবি জানাচ্ছেন তিনি। সে কারণেই নাকি অনমোল তাঁর কাছে ক্ষমা চেয়ে নেন বলে জানিয়েছেন অমৃতা।


অন্যদিকে, কিছুদিন আগে অবধিও টিআরপি তালিকায় প্রথম দশে থাকত অপরাজিতা অপু ধারাবাহিক। কিন্তু এরপর ধীরে ধীরে পড়তে থাকে টিআরপি। তার জেরেই কি বন্ধ হতে চলেছে ধারাবাহিক? প্রশ্ন উঠেছে টেলিপাড়ায়। ২৬ মার্চ শেষবার সম্প্রচার হতে চলেছে অপরাজিতা অপু। ২৫ মার্চ শেষ হবে শুটিং।  ইতিমধ্যেই ধারাবাহিকের চিত্রনাট্যে এসেছে পরিবর্তন। অপু এখন মিস গোমস। মৃত্যুর পরে ছদ্মবেশ ধরেছে অপু। কেন এই ছদ্মবেশ, সেই রহস্যের সমাধান বাকি, তবে খুব শীঘ্রই সেই রহস্যের ইতি টানবেন পরিচালক।

Find Out More:

Related Articles:

Unable to Load More