একটি বড় মাপের মধুচক্রের পর্দা ফাঁস করল গোয়া পুলিশ

frame একটি বড় মাপের মধুচক্রের পর্দা ফাঁস করল গোয়া পুলিশ

A G Bengali
একটি বড় মাপের মধুচক্রের পর্দা ফাঁস করল গোয়া পুলিশ। উদ্ধার করা হয়েছে তিন মহিলাকে। তাঁদের মধ্যে এক জন টেলিভিশন অভিনেত্রী। গোয়া ক্রাইম ব্রাঞ্চ জানিয়েছে, হায়দ্রাবাদের একজনকে গ্রেফতার করা হয়েছে এবং গোয়ার পানাজিতে এই ব্যক্তি মধুচক্র চালাচ্ছিলেন। গোয়া ক্রাইম ব্রাঞ্চের জারি করা একটি প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যে টিভি অভিনেত্রী সহ উদ্ধার হয়েছে দু'জন মহিলা। তাঁরা প্রত্যেকেই মুম্বইয়ের কাছে ভিরার বাসিন্দা। তৃতীয়জন হায়দ্রাবাদের বাসিন্দা।


প্রসঙ্গত, অন্ধ্রপ্রদেশের এক ব্যক্তি গোয়ার পানাজিতে এই মধুচক্রটি চালাচ্ছিলেন। গ্রেফতার করা হয়েছে তাঁকেও। পুলিশের এক আধিকারিক জানান, তাঁদের টহলদারির সময় খবর আসে, হাফিজ সইদ বিলাল নামে এক ২৬ বছরের যুবক মধুচক্রের সঙ্গে জড়িত। এর পরেই পুলিশের তরফে এক জন খদ্দের সেজে অভিযুক্তের সঙ্গে যোগাযোগ করেন। সেই অভিযুক্ত ৫০ হাজার টাকার বিনিময়ে সাংগোলদার একটি অভিজাত হোটেলে তিন জন মহিলাকে পাঠিয়ে দিতে রাজি হন। এর পর সেই হোটেল থেকেই চক্রেরর মাথাকে হাতেনাতে ধরা হয়। উদ্ধার করা হয় সেই তিন মহিলাকেও। জানা গিয়েছে, তাঁদের প্রত্যেকেরই বয়স ৩০ থেকে ৪০-এর মধ্যে। জিজ্ঞাসাবাদের সময় অভিযুক্ত জানিয়েছেন, গোয়ার পানাজিতে যাঁরা অভিজাত হোটেলে থাকেন, তাঁদের কাছে এই মহিলাদের পাঠানো হয়। এই মধুচক্রের সঙ্গে জড়িত এক মহিলা পেশায় অভিনেত্রী। বিভিন্ন টেলিভিশন শোয়েও নাকি দেখা গিয়েছে তাঁকে। সূত্রের খবর, “জিজ্ঞাসাবাদের সময় অভিযুক্ত বলেছে যে সে পানাজির অভিজাত হোটেলগুলিতে থাকা গ্রাহকদের মহিলাদের সরবরাহ করে একটি হাই-প্রোফাইল র‌্যাকেট চালাচ্ছিল।''

Find Out More:

Related Articles:

Unable to Load More