মামমা..... হ্যাঁ, শুধু এই ডাকটা শুনলেই মন ভালো করে দেয়। যাবতীয় স্ট্রেস এক ঝটকায় বাউন্ডারির বাইরে। কামব্যাক ইনিংসে এটাই তো প্রাপ্তি 'গৌরী এলো'র 'আনন্দী'র থুড়ি বাস্তবে অঙ্কিতার। ঠিক ধরেছেন কথা বলছি অভিনেত্রী অঙ্কিতা মজুমদারকে (Ankita Majumder) নিয়ে। বিয়ে, সংসার, কন্যা সন্তানের মা হয়ে ছোট্ট আরুণ্যার দেখভাল। এক মাত্র মেয়ের বয়স দেড় বছর সবে পেরিয়েছে। ছাড়তে কি মন চায়! কিন্তু ওই যে পেশা যখন নেশার মতো হয়ে যায়, তখন যে তাকেও ছাড়া যায় না। তাই ফের লাইট-ক্যামেরা-অ্যাকশনের দুনিয়ায় অঙ্কিতা। আর কামব্যাক ইনিংসে একেবারে জমিয়ে ব্যাট করছেন তিনি। আর খবরা-খবরও রাখছেন প্রচুর। কেন জানেন? কারণ, এবার সাংবাদিকের চরিত্রে পর্দায় ধরা দিয়েছেন আরুণ্যার মামমা...!!! তা কামব্যাক ইনিংসের সঙ্গে আগের অঙ্কিতার মিল কোথায়? প্রশ্ন শুনে বেশ হাসি, সেই সঙ্গে একেবারে স্মার্ট জবাব- 'এখন মা হয়েছি। আগে শুধু কাজ কাজ আর কাজ। এখন আমাকে আমার পরিবার সেই সঙ্গে মেয়ের কথাও ভাবতে হয়। কারণ, আমি ওকে একদম ছেড়ে থাকতে পারি না বেশিক্ষণ। সেটে এসে তাই প্রতিদিন ৩-৪ বার ভিডিয়ো কল না করলে সম্ভব নয় নিজেকে ঠিক রাখা। মা হওয়ার পর দায়িত্ব যে কতটা বাড়ে সেটা এতদিনে বুঝেছি। তাই আমার মা'য়ের কথা এখন মনে পড়ে।'
এখানেই শেষ নয়, অঙ্কিতার সংযোজন- 'আবার শ্যুটিং ফ্লোরে ফিরতে পেরে ভীষণ ভালো লাগেছে। সেই সঙ্গে প্রায় ২ বছর পরে ফ্লোরে ফিরে বেশ নার্ভাসও লাগছিল। তবে এখন একটু বেছেই কাজ করব। কারণ, মেয়েকে সময় দিতে হবে। ১৪ ঘণ্টা কাজ করার পর ওই মেয়ের মুখে হাসি আর মামমা ডাকটা শুনলেই সব ক্লান্তি দূর হয়ে যায়।'