মাত্র দেড় বছর বয়সেই স্কুলের পথে রাজ-শুভশ্রীর পুত্র। মঙ্গলবার ছিল ইউভানের প্রথম স্কুল। ছেলের স্কুলে যাওয়ার ছবিও ভাগ করে নিয়েছেন তারকা দম্পতি। সাদা শার্ট, নীল জিন্সের হাফ প্যান্ট। পিঠে নীলচে-গোলাপি স্কুলের ব্যাগ। জুতো-মোজা পরে, মা-বাবার হাত ধরে ইউভান গটগটিয়ে পৌঁছে গিয়েছে স্কুলে। স্কুলে প্রথমদিন হাসিমুখেই স্কুলে গেছে ইউভান। স্কুলে গিয়ে খেলাধূলাও করেছে। অনেকের সঙ্গে খেলাধুলো করেছে। এমনকি স্কুল থেকে বাড়িই ফিরতে চাইছিল না ছোট্ট ইউভান। আপাতত রোজ দু’ঘণ্টা করে ক্লাস। প্রথম দিন স্কুল হয়েছে ৯০ মিনিট। এ দিন ছিল সবার সঙ্গে আলাপ-পরিচয়ের দিন। প্রথমদিন ইউভানের টিফিনে ছিল অলিভ ও চিজ।
অন্যদিকে, ৪৩ বছর আগে মা-বাবা ঋষি কাপুর ও নীতু সিং ঠিক যেদিন বাগদান পর্ব সেরেছিলেন, সেই দিনেই শুরু হচ্ছে রণবীর-আলিয়ার বিয়ের অনুষ্ঠান। ছেলে রণবীরের বিয়ের গুঞ্জনে যখন তোলপাড় বলি-পাড়া, বুধবার সকালে তার মাঝেই মা নীতু ইনস্টাগ্রামে নিজের বাগদান পর্বের ছবি শেয়ার করলেন। ১৯৭৯ সালের ১৩ এপ্রিল নীতুর আঙুলে আংটি পরিয়ে দিয়েছিলেন ঋষি কাপুর। আর এইদিনেই রণবীর-আলিয়া জীবনের নতুন পথ চলা শুরু করবেন। সাদাকালো ফ্রেমে দেখা গেল ঋষি গলায় বরমালা। পাশেই মাথা নিচু করে বসে নীতু সিং। মন দিয়ে প্রেমিকের আঙুলে আংটি পরিয়ে দিচ্ছেন। তাঁদের বাগদান পর্বের ছবি দেখে ইন্ডাস্ট্রির তারকারাও স্মৃতিমেদুর হয়ে ভালবাসা জানিয়েছেন। তবে ঋষি-নীতুর বাদদানের নেপথ্যে একটা মজার ঘটনা রয়েছে।