নিজের স্কুলের পরিচালন সমিতির সভাপতি হলেন গায়ক অরিজিৎ

A G Bengali
নতুন ভূমিকায় গায়ক অরিজিৎ সিংহ। মুর্শিদাবাদের জিয়াগঞ্জে নিজের স্কুলের পরিচালন সমিতির সভাপতি হলেন শিল্পী। প্রাক্তন ছাত্রকে এই ভূমিকায় পেয়ে স্বভাবতই ভীষণ খুশি স্কুল কর্তৃপক্ষ। মুর্শিদাবাদের জিয়াগঞ্জে অরিজিৎ সিং-এর (Arijit Singh) জন্ম। এবার নিজের শহরে একটি স্কুলের পরিচালনা সমিতির সভাপতি নিযুক্ত হলেন তিনি। জিয়াগঞ্জ রাজা বিজয় সিং বিদ্যামন্দিরের পরিচালন সমিতির সভাপতির দায়িত্বভার গ্রহন করলেন গায়ক অরিজিৎ সিং (Arijit Singh)। পশ্চিমবঙ্গ সরকারের শিক্ষা দফতরের তরফে তাঁকে ওই স্কুলের সভাপতি পদে মনোনীত করা হয়েছেন। এই খবরে স্বাভাবিক ভাবেই খুশি স্কুল কর্তৃপক্ষ। স্কুলের উন্নতিতে সর্বত ভাবে কাজের প্রতিশ্রুতি দিয়েছেন স্কুলের প্রধান শিক্ষক। গত ১৩ এপ্রিল তিনি এই দায়িত্ব নিয়েছেন বলে জানান তিনি। স্কুলের উন্নয়ন সম্পর্কে অরিজিতের সঙ্গে আলোচনা হচ্ছে বলে সংবাদমাধ্যমকে জানিয়েছেন তিনি। বলিউড এবং পরবর্তী সময়ে গোটা বিশ্বে নামডাক করলেও, কোনও দিন শিকড়ের টান ভোলেননি অরিজিৎ সিং (Arijit Singh)। বারবারই জিয়াগঞ্জে দেখা গিয়েছে তাঁকে। ২০২২-এর পুরভোটের সময় লাইনে দাঁড়িয়ে সকলের সঙ্গে তাঁকে ভোট দিয়েছেন তিনি। 

কয়েক দিন আগে নেটমাধ্যমে ছেলে ও সস্ত্রীক অরিজিতের কয়েকটি ছবি ভাইরাল হয়েছিল। তাতে জিয়াগঞ্জের মাউন্ট লিটেরা জি স্কুলের গেটের সামনে দেখা যায় তাঁকে। সেলেব সুলভ অহমিকা থেকে শত হস্ত দূরে থাকেন অরিজিৎ। ছেলেকে মুম্বই বা কলকাতার কোনও স্কুলে না পড়িয়ে নিজের জেলার স্কুলে ভর্তি করেছেন তিনি। আবার পাঁচজন অভিভাবকের সঙ্গেই স্কুলের বাইরে অপেক্ষা করেন।

Find Out More:

Related Articles: