দাদাগিরির মঞ্চে শ্রীদেবী কন্যা জাহ্নবী

A G Bengali
আগামী রবিবার রাত সাড়ে ৯টার বিশেষ পর্ব জনপ্রিয় ইউটিউবারদের নিয়ে। বং গাই, তালপাতার সেপাই, জ্যোতি-সহ একাধিক ইউটিউবার অংশ নেবেন খেলায়। সেখানেই একটি রাউন্ডে খেলতে দেখা যাবে জাহ্নবীকেও। সম্প্রতি প্রকাশ্যে এসেছে এই শোয়ের আগামী এপিসোডের প্রোমো। সেখানেই দেখা যাচ্ছে যে, আগামী এপিসোডে সৌরভের(Sourav Ganguly) অতিথি হিসাবে হাজির থাকবেন শ্রীদেবীকন্যা জাহ্নবী কাপুর(Janhvi Kapoor)। সবুজ রঙের শিফন শাড়িতে নজরকাড়া ছিলেন জাহ্নবী। তাঁর সঙ্গে ধড়ক ছবির ঝিংগট গানে পা মেলান সৌরভ। দাদা বলেন যে, জাহ্নবী এই শোয়ে আসায় একটা বৃত্ত পরিপূর্ণ হল। এর আগে দাদাগিরিতে এসেছেন জাহ্নবীর বাবা প্রযোজক বনি কাপুর ও মা শ্রীদেবী। জাহ্নবী আসায় সেই বৃত্ত পরিপূর্ণ হল। দাদাগিরির এই এপিসোডে প্রতিযোগী হিসাবে থাকছেন সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সাররা।

অন্যদিকে, বয়স যে কেবলই একটা সংখ্যা, তা আবারও প্রমাণ করেছেন হরিয়ানার প্রাক্তন মুখ্যমন্ত্রী ওমপ্রকাশ চৌটালা। লেখাপড়ার ইচ্ছে তাঁর বরাবরই ছিল, কিন্তু জীবনের ওঠাপড়ায় স্কুলের গণ্ডি পেরনোর স্বাদ অধরাই থেকে গিয়েছিল। শেষমেশ ৮৭ বছর বয়সে দশম এবং দ্বাদশের পরীক্ষা দিলেন ওমপ্রকাশ। শুধু তাই নয়, ইংরেজিতে তাঁর প্রাপ্ত নম্বর ১০০-র মধ্যে ৮৮! অন্যন্য বিষয়েও ভাল ফল করেছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী। হরিয়ানার বুকে হলেও সেই ঘটনা অনুপ্রেরণা যুগিয়েছে গোটা দেশকে। ওমপ্রকাশকে স্বাগত জানিয়েছেন অনেকেই। তবে বিশেষ ভাবে আপ্লুত 'দশভি' ছবির দুই অভিনেতা অভিষেক বচ্চন এবং নীমরত কৌর। আসলে সেই ছবিও যে এমনই এক অনুপ্রেরণার কাহিনী। সেখানেও জেলখানায় বসে এক জন রাজনীতিবিদের দশম শ্রেণির পরীক্ষা দেওয়ার প্রসঙ্গ রয়েছে। অশিক্ষিত, দুর্নীতিগ্রস্ত সেই চরিত্র বন্দিজীবনেই খুঁজে নিয়েছিল সঠিক ভাবে বাঁচার পথ।

Find Out More:

Related Articles: