রবিবার আইপিএল (IPL 2022) ফাইনাল চলাকালীন বহুচর্চিত ছবি 'লাল সিং চাড্ডা'র (Laal Singh Chaddha) ট্রেলার মুক্তি পায়। ট্রেলারটির শুরুতেই আমির খানকে (Aamir Khan) একজন বিশেষ ভাবে সক্ষম হিসেবে দেখানো হয়। শারীরিক প্রতিবন্ধকতার জন্য ছোট বয়স থেকেই তিনি নানা বাঁকা কথা শুনতেন। কিন্তু মা, তাঁর পাশে দাঁড়ান। তিনি ছোট্ট লালা সিংয়ের মনে সাহস দেন। যদিও ট্রেলার দেখে করিনা কাপুরের চরিত্র সম্পর্কে বেশি কিছুই বোঝা যায়নি। তবে তাঁর সঙ্গে আমিরের যে প্রেমের সম্পর্ক রয়েছে, তা বোঝা গিয়েছে। হলিউডের বিখ্যাত ছবি 'ফরেস্ট গাম্প' (Forrest Gump) থেকে অনুপ্রণীত 'লাল সিং চাড্ডা'র (Laal Singh Chaddha)। সেখানে মুখ্য চরিত্রে অভিনয় করেছিলেন টম হাঙ্কস। এখানে সেই চরিত্রে অভিনয় করেছেন আমির খান (Laal Singh Chaddha)।
অন্যদিকে, সমাজসেবামূলক কাজ অব্যাহত থাকলেও এখন আর আগের মতো ঝাড়া হাত-পা নন অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্ডেজ। তাঁর দেশের বাইরে পা রাখার ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করেছে দিল্লি আদালত। তবে শনিবার আদালতের তরফেই তাঁকে বিশেষ ছাড়পত্র দেওয়া হল। এক পুরস্কার অনুষ্ঠান উপলক্ষে আবু ধাবি যাচ্ছেন 'বচ্চন পান্ডে'-র অভিনেত্রী। ২০০ কোটি টাকা প্রতারণার ঘটনায় যুক্ত থাকার অভিযোগে গত মাসেই অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্ডেজকে তলব করেছিল ইডি। প্রতারক সুকেশ চন্দ্রশেখরের ঘনিষ্ঠ হিসেবে জ্যাকলিনের নাম জড়িয়েছে। জানা গিয়েছে, সুকেশ জ্যাকলিনকে বিভিন্ন সময় সেই অবৈধ অর্থ ভাঙিয়ে উপহার দিয়েছেন। সেই ঘটনায় মামলা দায়ের হতে জ্যাকলিনের বিরুদ্ধেও বিশদে তদন্ত চলছে।