সন্তানের অপেক্ষায় সোনম

frame সন্তানের অপেক্ষায় সোনম

A G Bengali
গায়ে জড়ানো সাদা সার্টিনের পোশাক। উপর থেকে আলগোছে শরীরে লেগে আছে সাদা ওড়না। গোটা পোশাকটিতে মুক্তোর কাজ করা। পোশাকের মধ্যে দিয়ে স্পষ্ট বেবি বাম্প। ৯ জুন বৃহস্পতিবার নিজের জন্মদিনে এভাবেই ফটোশ্যুট করলেন হবু মা সোনম কাপুর। ৯ জুন, অভিনেত্রীর জন্মদিনে একটি ফটোশ্যুটের ছবি ভাইরাল হয়েছে। যেখানে সেই ঈশ্বরীর সাজে দেখা গিয়েছে সোনমকে। অন্তঃসত্ত্বা নায়িকা তাঁর স্ফীত উদরে হাত রেখে পরীর সাজে দাঁড়িয়ে রয়েছেন এক স্থাপত্যের দুয়ারে। মাতৃত্বকালীন রূপও এত সুন্দর! ৩৭ বছরের অভিনেত্রীর দিক থেকে চোখ সরানো যাচ্ছে না, এমনটাই বলছেন ভক্তরা।


বলিউডের দুই খ্যতনামা ফ্যাশান ডিজাইনার আবু জানি ও সন্দীপ খোসলা সোনম কাপুরের এই ছবিটি শেয়ার করেছেন। সঙ্গে লিখেছেন দীর্ঘ একটি শুভেচ্ছা বার্তা। আবু এবং সন্দীপের ভাষায়, 'আমরা এই নারীকে খুব পছন্দ করি। ফ্যাশনের প্রতি তাঁর নিরন্তর টান বহু সময়েই তাঁকে সকলের চেয়ে আলাদা করে তুলে ধরেছে। তিনি যা ভাবেন তাই পরেন। তাঁর পোশাক-চেতনায় স্বাধীন সত্তা, আত্মবিশ্বাস এবং আনন্দ ধরা দেয়। এখন যেমন মাতৃত্বের সাজে গরবিনীর মতো দাঁড়িয়ে আছেন, আগামীর পথে নতুন যাত্রায় এমনই দৃপ্ত ভঙ্গি বজায় থাকুক।' সোনম এখন গর্ভাবস্থার তৃতীয় ধাপে এসে পড়েছেন। আনন্দ অহুজা এবং 'নীরজা' অভিনেত্রীর কোল আলো করে কিছু দিনের মধ্যেই এসে পড়বে তাঁদের প্রথম সন্তান। সম্প্রতি সন্তান আগমন উদ্‌যাপনে তাসকানি উড়ে গিয়েছিলেন দম্পতি।

Find Out More:

Related Articles:

Unable to Load More