৮ বছরের জন্য জেল হতে পারে কলম্বিয়ান পপ গায়িকা শাকিরার। স্পেনের ট্যাক্স (Tax) ফাঁকি দেওয়ার অভিযোগ রয়েছে সঙ্গীতশিল্পীর বিরুদ্ধে। জানা যাচ্ছে, ২০১২ থেকে ১৪ সাল পর্যন্ত নিজের আয়ের উপর ১ৃ৪.৫ মিলিয়ন ইউরো কর দেওয়ার কথা ছিল শাকিরার। একাধিক আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, স্পেনের সরকারি আইনজীবীর তরফে টাকা মিটিয়ে দেওয়ার কথা বলা হয়েছিল। তবে তাঁর বিরুদ্ধে ওঠা যাবতীয় অভিযোগ অস্বীকার করেছেন শাকিরা। তিনি ন্যায়ের জন্য মামলা লড়ার সিদ্ধান্ত নিয়েছেন। তারকার PR Team এর তরফে বিবৃতি জারি করে বলা হয়, "শাকিরা বিশ্বাস করেন তিনি নির্দোষ। বাকিটা তিনি আইনের হাতে ছেড়ে দিতে চান।" তবে সরকারি আইনজীবী শাকিরাকে ঠিক কী প্রস্তাব দিয়েছিলেন, সেটা এখনও স্পষ্ট নয়। এখনও পর্যন্ত ট্রায়ালের কোনও তারিখ নির্ধারণ হয়নি।
প্রসঙ্গত, এবছরের শুরুতেই স্প্যানিশ ফুটবল তারকা জেরার্ড পিকে (Gerard Pique)র সঙ্গে বিচ্ছেদের পথে হাঁটেন শাকিরা। দীর্ঘ ১২ বছর এক সঙ্গে থাকার পর এই সম্পর্ক শেষ করার পথে হাঁটেন তারকা যুগল। তাঁদের দুই সন্তান আছে এবং এই সন্তানরা কাদের কাছে থাকবে তা নিয়ে কোনও সিদ্ধান্ত হয়নি এখনও পর্যন্ত। সূত্র মারফৎ জানা যায়, বার্সেলোনার স্প্যানিশ তারকার অন্য মহিলার সঙ্গে সম্পর্কের জেরেই এই সম্পর্ক থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন শাকিরা। দুই তারকাই একটি যৌথ বিবৃতিতে জানিয়েছেন, “দুঃখের সঙ্গে জানাচ্ছি আমরা আলাদা হয়ে যাচ্ছি, এই মুহুর্তে সন্তানরাই আমাদের প্রাধান্য। আমাদের ব্যক্তিগত সময়কে সম্মান জানানো হোক।”