সঙ্গীত রচয়িতা হিসেবে আত্মপ্রকাশ ঘটতে চলেছে অমিতাভের

frame সঙ্গীত রচয়িতা হিসেবে আত্মপ্রকাশ ঘটতে চলেছে অমিতাভের

A G Bengali
দীর্ঘ কয়েক দশক ধরে দর্শক মনে বিরাজ করছেন তিনি। আট থেকে ৮০ ভক্তের সংখ্যা অগুনতি। আবারও নতুন ভাবে ধরা দিতে চলেছেন বিগ বি। মুম্বইয়ের এক সংবাদ সংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে পরিচালক বলেন, “অনেকগুলো কারণের জন্য এই ছবি আমার জীবনে বিশেষ। এই ছবির মাধ্যমে সঙ্গীত রচয়িতা হিসেবে আত্মপ্রকাশ ঘটবে অমিতাভ বচ্চনের। ছবিটি দেখার পর খুব সহজাত ভাবে নিজের পিয়ানোয় সুর তোলেন বিগ বি। এই সুর তাঁর অনুভূতিরই বহিঃপ্রকাশ। আমার ছবির জন্য বিগ বি’র এই বিশেষ উপহার আমি ভুলব না।” আর বাল্কির এই নতুন ছবিতে মুখ্য চরিত্রে দেখা যাবে সানি দেওল, দুলকির সলমন, পূজা ভট্ট-সহ আরও অনেকে। যতদূর জানা গিয়েছে, ২৩ সেপ্টেম্বর মুক্তি পাচ্ছে পরিচালক আর বালকির ছবি 'চুপ'। যেটি কিনা 'রোম্যান্টিক সাইকোপাথ' থ্রিলার। সেই ছবিরই সুরকার হিসাবে অমিতাভ বচ্চনকে বেছে নেন খোদ বালকি নিজেই।


অন্যদিকে, সকলের উদ্বেগ বাড়িয়ে গত বুধবারই দ্বিতীয়বার কোভিড পজি়টিভ হওয়ার খবর জানিয়েছেন অমিতাভ বচ্চন। মঙ্গলবার নিজেই ট্যুইটে লেখেন, 'এইমাত্র জানলাম কোভিড রিপোর্ট পজিটিভ এসেছে। বিগত কিছুদিনে যাঁরা আমার সংস্পর্শে এসেছেন, তাঁদের অনুরোধ করব কোভিড পরীক্ষা করিয়ে নিতে।' যদিও করোনার কোনও উপসর্গ দেখা গিয়েছে কিনা, শারীরিক অবস্থা কেমন আছে, সে বিষয়ে বিস্তারিতভাবে কিছু জানাননি বলিউডের শাহেনশা। সূত্রের খবর, আপাতত বাড়িতেই আইসোলেশনে আছেন অমিতাভ। এর আগে ২০২০-র জুলাই মাসে করোনা আক্রান্ত হয়েছিলেন তিনি। অভিনেতাকে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানে দু’সপ্তাহের বেশি চিকিৎসাধীন ছিলেন সিনিয়র বচ্চন। আপাতত 'কৌন বনেগা ক্রোড়পতি'-র ১৪ তম সংস্করণের শুটিং করছিলেন অমিতাভ। বিষয়টি নিয়ে এখনও পর্যন্ত চ্যানেল কর্তৃপক্ষের তরফে কোনও মন্তব্য করা হয়নি। আপাতত শ্যুটিং স্থগিত রাখতে হতে পারে বলেই ধারণা।

Find Out More:

Related Articles:

Unable to Load More