চন্দন সেন আন্তর্জাতিক মঞ্চে সম্মানিত

frame চন্দন সেন আন্তর্জাতিক মঞ্চে সম্মানিত

A G Bengali
চন্দন সেন এ বার আন্তর্জাতিক মঞ্চে সম্মানিত। 'দ্য ক্লাউড অ্যান্ড দ্য ম্যান' ছবিতে অভিনয়ের জন্য রাশিয়ায় প্যাসিফিক মেরিডিয়ান চলচ্চিত্র উৎসবে সেরা অভিনেতার পুরস্কার পেলেন তিনি। ২০২১ সালে মুক্তি পায় অভিনন্দন বন্দ্যোপাধ্যায় পরিচালিত 'দ্য ক্লাউড অ্যান্ড দ্য ম্যান' (মানিকবাবুর মেঘ)। এক ব্যক্তির সঙ্গে মেঘের সম্পর্ককে কেন্দ্র করে ছবির গল্প বোনা হয়েছে। চন্দন ছাড়াও এই ছবিতে অভিনয় করেছেন দেবেশ রায়চৌধুরী, ব্রাত্য বসুর মত অভিনেতারা। ২০১০ সালে ফলিকুলার লিম্ফোমায় আক্রান্ত হন চন্দন। কিন্তু এই মারণ রোগও আটকে রাখতে পারেনি তাঁকে। অদম্য জেদ আর সাহস নিয়ে লড়াই চালিয়ে গিয়েছিলেন অভিনেতা। থেমে না থেকে নতুন সব কাজ উপহার দিয়েছেন দর্শকদের।

অন্যদিকে, ৩০ সেপ্টেম্বর মুক্তি পাচ্ছে দেব ও প্রসেনজিৎ চট্টোপাধ্যায় অভিনীত ছবি 'কাছের মানুষ'। শুক্রবার, মুক্তি পেয়েছে সেই ছবিরই গান 'মুক্তি দাও'। যেটি গেয়েছেন সোনু নিগম। এদিন উপস্থিত অনুরাগীদের সামনে আরও একবার সেই গান গাইলেন সোনু। 'আমি বেমানান, কেন থাকব যুক্তি দাও। যদি ভালোবাসো আমায় মুক্তি দাও'। আরও একবার সেই মেলোডি, সেই গলা, আর অদ্ভুত সুর মূর্ছনায় ভাসলেন শ্রোতা বন্ধুরা। শুক্রবার 'কাছের মানুষ'-এর গান লঞ্চ অনুষ্ঠানের কিছু মুহূর্ত সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন দেব। এই গানটি লিখেছেন, সুর দিয়েছেন নীলায়ন চট্টোপাধ্য়ায়। এদিন মঞ্চে নীলায়ন যখন দর্শকদের জন্য আরও একবার গানটি গাইলেন, তখন 'কাছের মানুষ'দের সঙ্গে নিজেকে সেলফি বন্দি করলেন দেব। এদিন দেব, নীলায়ন, সোনু নিগম ছাড়াও উপস্থিত ছিলেন অভিনেত্রী ইশা সাহা।

Find Out More:

Related Articles:

Unable to Load More