ছেলে সঙ্গে প্রথম ছবি পোস্ট সোনম-আনন্দের

frame ছেলে সঙ্গে প্রথম ছবি পোস্ট সোনম-আনন্দের

A G Bengali
ছেলের প্রথম মাসের উদযাপনে মেতেছে গোটা কাপুর পরিবার। নায়িকা ছেলের নাম রেখেছেন বায়ু কাপুর আহুজা। প্রথম বার বায়ুর সঙ্গে ছবি পোস্ট করেছেন তার বাবা-মা সোনম কাপুর ও আনন্দ আহুজা। সোনম ও আনন্দ আহুজা সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, ‘সেই শক্তির চেতনায় যা আমাদের জীবনে নতুন অর্থ এনেছে... হনুমান এবং ভীমের চেতনায় যারা অসীম সাহস এবং শক্তির মূর্তি... পবিত্র, জীবনদায়ী এবং চিরন্তন যা আমাদের, আমরা আমাদের সেই পুত্র বায়ু কাপুর আহুজার জন্য আশীর্বাদ চাই।’ এই নামের পিছনে তাঁদের চিন্তাভাবনা ব্যাখ্যা করেন দম্পতি। সোনম লেখেন, ‘হিন্দু শাস্ত্রে বায়ু হল পঞ্চ তত্ত্বগুলির মধ্যে একটি। তিনি বাতাসের দেবতা, হনুমান, ভীম এবং মাধবের আধ্যাত্মিক পিতা এবং তিনি বাতাসের শক্তিশালী দেবতা। প্রাণ হল বায়ু, মহাবিশ্বের জীবন ও বুদ্ধিমত্তার একটি নির্দেশক শক্তি। প্রাণ, ইন্দ্র, শিব এবং কালীর সমস্ত দেবতা বায়ুর সঙ্গে সম্পর্কিত। তিনি যত সহজে মন্দকে ধ্বংস করতে পারেন তত সহজে জীবের মধ্যে প্রাণ প্রতিষ্ঠা করতে পারেন। বায়ুকে বীর, সাহসী এবং মনোমুগ্ধকর সুন্দর বলা হয়। বায়ু এবং তার পরিবারের জন্য আপনার শুভেচ্ছা এবং আশীর্বাদের জন্য ধন্যবাদ।’


গত ২০ অগস্ট পুত্র সন্তানের জন্ম দিয়েছেন সোনম। মঙ্গলবার তার এক মাস পূর্ণ হল। তাই এই দিনটিকেই তিনি বেছে নিয়েছেন ছেলের নাম ঘোষণার জন্য। সোনমের পোস্টের পর শুভেচ্ছার বন্যা বয়ে গিয়েছে। সকালে ছেলের জন্মের এক মাস উপলক্ষে কেক কেটে উদ্‌যাপনও করেছেন অভিনেত্রী। তবে এখনও ছেলের মুখ প্রকাশ্যে আনেননি তিনি।

Find Out More:

Related Articles:

Unable to Load More