৭২ বছরে পা দিলেন দক্ষিণী সুপারস্টার রজনীকান্ত। তামিল ভাষায় টুইট করে রজনীকান্তকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন কমল হাসান। তিনি লিখেছেন, ‘আমার প্রিয় বন্ধু সুপারস্টার রজনীকান্তকে জন্মদিনের শুভেচ্ছা। সাফল্যের যাত্রা অব্যাহত রাখার জন্য আপনাকে শুভেচ্ছা।’ অভিনেতা দুলকির সলমন একটি ভক্ত-নির্মিত পোস্টার শেয়ার করেছেন। ক্যাপশনে লিখেছেন, ‘শুভ জন্মদিন সুপারস্টার রজনীকান্ত স্যার! আপনি সর্বসেরা এবং চিরকাল আমাদের অনুপ্রাণিত করুন।’ ধনুশ টুইট করে লিখেছেন, ‘শুভ জন্মদিন থালাইভা।’
অন্যদিকে, বিগত কয়েক বছর ধরে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধন করেছেন অমিতাভ বচ্চন। তাঁকে ছাড়া যেন ভাবাই যায় না উৎসবের কথা। যদিও করোনার কারণে গত দুবার হাজির থাকতে পারেননি তিনি। তবে এই বছর ফের কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধনে হাজির থাকবেন অমিতাভ বচ্চন, সঙ্গে থাকছেন জয়া বচ্চনও। তবে শুধু উদ্বোধনই নয়, এবছরের চলচ্চিত্র উৎসব হতে চলেছে অমিতাভময়। উদ্বোধনী ছবি হিসাবে দেখানো হবে অমিতাভ জয়া অভিনীত হৃষিকেশ মুখোপাধ্যায় পরিচালিত ‘অভিমান’। এছাড়াও গোটা চলচ্চিত্র উৎসব জুড়ে গগনেন্দ্র প্রদর্শনশালা ও নজরুল তীর্থে চলবে অমিতাভ বচ্চনকে নিয়ে বিশেষ প্রদর্শনী। অমিতাভ বচ্চন রেট্রোস্পেকটিভে প্রদর্শিত হবে মেগাস্টারের ৯টি ছবি। আর মাত্র কয়েকদিনের অপেক্ষা, শুরু হতে চলেছে ২৮ তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। সিনেপ্রেমীদের জন্য ২০২২ একটু বেশিই স্পেশাল। এই প্রথম একই বছরে দুবার অনুষ্ঠিত হতে চলেছে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। গত ২৫ এপ্রিল থেকে ১ মে অনুষ্ঠিত হয়েছিল ২৭ তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। এবার আগামী ১৫ ডিসেম্বর থেকে শুরু হতে চলেছে ২৮ তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। আটদিন ব্যাপী চলবে এই উৎসব। ১৫ ডিসেম্বর নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে উদ্বোধনী অনুষ্ঠান। এবছর উদ্বোধনে প্রধান অতিথি হিসাবে হাজির থাকবেন রাজ্যপাল ড. সিভি আনন্দ বোস। বিশেষ অতিথির তালিকায় অমিতাভ জয়া ছাড়াও থাকছেন শাহরুখ খান, সৌরভ গঙ্গোপাধ্যায়, মহেশ ভাট, শত্রঘ্ন সিনহা, রানি মুখোপাধ্যায়, কুমার শানু ও অরিজিৎ সিং।