দক্ষিণে পা রাখলেন বলিউড অভিনেত্রী জাহ্নবী কাপুর (Janhavi Kapoor)। শ্রীদেবী কন্যা যে তেলুগু ফিল্ম ইন্ডাস্ট্রিতে ডেবিউ করতে চলেছেন এমনটা কিন্তু বারবার শোনা গিয়েছে গতবছর থেকেই। এবং খবর প্রকাশ্যে এসেছে, জুনিয়র এনটিআরের (Junior NTR) হাত ধরে দক্ষিণে পা রাখছেন তিনি। ট্রিপল আর(RRR) তারকার ৩০তম ছবির (NTR 30) নায়িকা হতে চলেছেন জানু। যে ছবিটি পরিচালনার দায়িত্বে রয়েছেন বহু সুপারহিট ছবির পরিচালক কোরাতলা শিবা (Koratala Shiva)। এমাসের শুরুতেই জাহ্নবী কাপুরের জন্মদিনে মুক্তি পেয়েছে ছবির লুক। অবশেষে বৃহস্পতিবার হায়দরাবাদে হয়ে গেল ছবি শুভ মহরৎ। এনটিআর ৩০-র শুভ মহরতে ছবির দুই মুখ্য তারকা জুনিয়র এবং জাহ্নবী কাপুর তো ছিলেনই, এসেছিলেন বিখ্যাত পরিচালক এস এস রাজামৌলি (SS Rajamouli)। হাজির ছিলেন কেজিএফ (KGF) ছবির পরিচালক প্রশান্ত নীল (Prashant Neel) এবং দক্ষিণী তারকা প্রকাশ রাজ (Prakash Raj) সহ সহ আরও অনেকেই। পরিচালক এস এস রাজামৌলির হাতেই হল এনটিআরের নতুন ছবির শুভ মহরৎ। শোনা যাচ্ছে,আগামী সপ্তাহ থেকেই ছবির শ্যুটিং শুরু করে দেবেন জুনিয়র এনটিআর ও জাহ্নবী কাপুর। রোম্যান্স ও অ্যাকশনে ভরপুর হতে চলেছে জানুর প্রথম দক্ষিণী ছবি। আগাম জানাচ্ছেন পরিচালক ও কলাকুশলীরা।
গত সপ্তাহেই একটি এক্সক্লুসিভ ইন্টারভিউতে ডেবিউ তেলুগু ফিল্ম নিয়ে খোলামেলা আড্ডায় মেতেছিলেন শ্রীদেবী কন্যা। ধড়ক ছবির অভিনেত্রী জানিয়েছিলেন বহুদিন থেকেই জুনিয়র এনটিআরের সঙ্গে অভিনয়ের সুযোগ খুঁজছিলেন তিনি। কারণ, তেলুগু তারকা শুধু তার ভাল বন্ধুই নন, একজন সুঅভিনেতাও বটেও। তিনি যে জুনিয়র এনটিআরের বড় ভক্ত তাও বুঝিয়ে দিয়েছিলেন জাহ্নবী। নায়িকা আরও জানিয়েছিলেন, জুনিয়র এনটিআরের সঙ্গে অভিনয় করতে পেরে তার স্বপ্নপূরণ হল, কবে ছবির শ্যুটিং শুরু করবেন তা জানতে চেয়ে বারবার পরিচালক কোরাতলা শিবাকে বিব্রত করতেন বনিকন্যা। শেষ পর্যন্ত হয়ে গেল এনটিআর ৩০-র তারকাখচিত শুভ মহরৎ। জুনিয়র এনটিআরের নায়িকা হয়ে জাহ্নবী যে দারুণ খুশি তা কিন্তু বলার অপেক্ষা রাখে না। আগামী বছর প্যান ইন্ডিয়ান ছবিটি মুক্তি পাবে বলেই জোর খবর।