হীরামন্ডি(Heeramandi)-র পরই নতুন ছবি বৈজু বাওরা(Baiju Bawra)-র শ্যুটিং শুরু করে দেবেন পরিচালক সঞ্জয় লীলা বানশালি(Sanjay Leela Bhansali)।বিগত বেশ কিছু বছর ধরেই শোনা যাচ্ছে বৈজু বাওরা নিয়ে জল্পনা।ছবিতে বৈজুর চরিত্রে রণভীর সিংকে(Ranveer Singh) বেছে নিয়েছেন এসএলবি।নায়িকার ভূমিকায় দেখা যাবে আলিয়া ভাটকে(Alia Bhatt)।জানা যাচ্ছে,মুম্বই ফিল্ম সিটিতে(Mumbai Film City) নেটফ্লিক্স সিরিজ হীরামন্ডি-র শেষ পর্বের শ্যুটিংয়ে ব্যস্ত রয়েছেন সঞ্জয় লীলা বানশালি।অগস্টেই নাকি মিটে যাবে শ্যুটিং পর্ব।কলাকুশলীরা জানাচ্ছেন,মুম্বই ফিল্ম সিটির যে ফ্লোরে হীরামন্ডি-র শ্যুটিং চলছে,সেখানেই নাকি হতে চলেছে বৈজু বাওরা-র শ্যুটিং।অবশ্য ছবির জন্য সেট খানিকটা রিডিজাইন করার পরিকল্পনা করেছেন পরিচালক।আর্ট ডিজাইন টিমও তৈরি রয়েছে।অগস্টে হীরামন্ডি-র শ্যুটিং শেষ হলেই সেপ্টেম্বর থেকে নতুন সেট তৈরির কাজ শুরু করে দেবেন কলাকুশলীরা।সবকিছু পরিকল্পনা মাফিক চললে ২০২৩ সালের শেষ দিকে অথবা নতুন বছরের প্রথমেই শুরু হতে পারে বৈজু বাওরা-র শ্যুটিং।ছবিতে যে রণভীর সিং ও আলিয়া ভাটই মুখ্যচরিত্রে থাকবেন, এমনটা মোটামুটি পাকা হয়ে গিয়েছে।অবশ্য বৈজু বাওরা নিয়ে এখনও কোনওরকম আনুষ্ঠানিক ঘোষণা করেননি নির্মাতারা।শ্যুটিং শুরুর আগেই সম্ভবত হতে পারে ছবির অ্যানাউন্সমেন্ট।তখনই বোঝা যাবে রণভীর,আলিয়া ছাড়াও আর কে কে অভিনয় করবেন বৈজু বাওরা-তে।
বিগত বেশ কিছুদিন ধরেই রীতিমতো চর্চায় রয়েছে সঞ্জয় লীলা বানশালি পরিচালিত ছবি বৈজু বাওরা।কারণ,বলিপাড়ায় জল্পনা,নেটফ্লিক্স সিরিজ হীরামন্ডি-র শ্যুটিং পর্ব মিটে যাওয়ার পরই বৈজু বাওরা নিয়ে চুড়ান্ত ব্যস্ত হয়ে পড়বেন সঞ্জয় লীলা বানশালি।কিছুদিন আগেই অবশ্য শোনা গিয়েছিল তার আগে শাহরুখ খানকে নিয়ে একটি ছবি করতে চান পরিচালক।যদিও সেই জল্পনায় ইতি পড়েছে ইতিমধ্যেই। কারণ,বৈজু বাওরা-ই হতে চলেছে এসএলবির নেক্সট প্রজেক্ট।এমনটাই জানাচ্ছে পরিচালকের ঘনিষ্ঠমহল।তাঁরা আরও জানাচ্ছেন,বৈজু বাওরা তৈরির পরিকল্পনা সঞ্জয়ের আজকের নয়।পরিচালনার জগতে পা রাখার সময় থেকেই বৈজু বাওরা তৈরির স্বপ্ন দেখছেন পরিচালক। দীর্ঘ ২০ বছর ধরে ছবিটি নিয়ে চিন্তা ভাবনা করছেন তিনি।গল্প এবং চিত্রনাট্য তৈরি করেছেন। বহু সময় ব্যয় করেছেন ছবির প্রতিটা ডিটেইলস সংগ্রহের জন্য,রিসার্চ করেছেন,যখনই সময় পেয়েছেন,সুযোগ পেয়েছেন, ঘুরে বেরিয়েছেন দেশের বহু শহরে।এমনকি ছবির শ্যুটিং কোথায় কোথায় করবেন সেটা আগেই ঠিক করে ফেলেছেন এসএলবি।