‘ও মাই গড ২’-র নতুন গান

frame ‘ও মাই গড ২’-র নতুন গান

A G Bengali
'ও মাই গড ২'(OMG 2)-র নতুন গানে তাণ্ডব নৃত্য নাচলেন মহাদেব(Lord Mahadev) রূপী খিলাড়ি কুমার(Khiladi Kumar)। বড়পর্দায় মুক্তির অপেক্ষায় পরিচালক অমিত রাইয়ের(Amit Rai) ছবি 'ও মাই গড ২'। সদ্যই মুক্তি পেয়েছে ছবির নতুন গান 'হর হর মহাদেব'(Har Har Mahadev)।যে গানে শুধু শিবঠাকুরের বেশে ধরাই দেননি,রীতিমতো তাণ্ডবনৃত্য দেখালেন অক্ষয় কুমার(Akshay Kumar)।পাশাপাশি ছবিতে আস্তিক ভক্ত কান্তি স্মরণ মুদগলের(Kanti Smaran Mudgal) চরিত্রে নজর কাড়বেন অভিনেতা পঙ্কজ ত্রিপাঠি(Pankaj Tripathi)।আইনজীবী কামিনী মাহেশ্বরীর ভূমিকায় দেখা যাবে ইয়ামি গৌতমকেও(Yami Gautam)।'হর হর মহাদেব' যে 'ও মাই গড ২'-র অন্যতম আকর্ষণ হতে চলেছে তা বলার অপেক্ষা রাখে না।১১ অগস্ট সিনেমাহলে মুক্তি পাবে ছবি।

প্রকাশ্যে এল 'ও মাই গড ২' ছবির নতুন গান 'হর হর মহাদেব'-এ গণেশ আচারিয়ার কোরিওগ্রাফিতে তাণ্ডব নৃত্য নাচলেন বলিপাড়ার খিলাড়ি অক্ষয় কুমার।গানটি গেয়েছেন এবং সুর করেছেন বিক্রম মন্ট্রোজ।জানা যাচ্ছে,বড়পর্দায় মুক্তির আগেই বড় বিতর্কে জড়িয়েছে 'ও মাই গড ২'।ইতিমধ্যেই সেন্সর সার্টিফিকেটের(Censor Certificate) জন্য সিবিএফসির(CBFC) কাছে পাঠানো হয়েছে ছবি।যেহুতু 'ও মাই গড ২'-র সঙ্গে যৌনশিক্ষা(Sex Education) এবং বিভিন্ন ধার্মিক(Religious) বিষয় জড়িয়ে রয়েছে।তাই আদিপুরুষ ডিজাস্টারের পর আর ঝুঁকিই নিতে চাইছে না সিবিএফসি কর্তৃপক্ষ।সূত্রের খবর, 'ও মাই গড ২' দেখার পর ছবির নির্মাতাদের ২০টি পরিবর্তন করার নির্দেশ দিতে পারে সেন্সর বোর্ডের রিভাইসিং কমিটি(Revising Comittee)।বেশ কিছু সংলাপের পাশাপাশি বাদ পড়তে চলেছে ছবির একাধিক দৃশ্য।তারপরও হয়তো শুধুমাত্র প্রাপ্তবয়স্কদের জন্য(Only For Adults) প্রদর্শনের ছাড়পত্র নিয়েই সিনেমাহলে মুক্তি পেতে পারে 'ও মাই গড ২'।সোমবারের মধ্যেই জানা যাবে শেষ পর্যন্ত কোন সার্টিফিকেট পেল খিলাড়ি কুমারের নতুন ছবি।

Find Out More:

Related Articles:

Unable to Load More