প্রথম দিন বক্স অফিসে কেমন রেজাল্ট করল ‘সাহো’ ?

GHOSH ARPAN

বাহুবলীর পর যদি সবচেয়ে বেশি চাহিদা দর্শকদের থেকে থাকে তাহলে সেটা প্রভাসের উপর। ৩৫০ কোটির সাহো-র প্রত্যাশাও ছিল সেরকম। প্রচারেও কোনও খামতি ছিল না। কিন্তু মুক্তি পেতেই উঠেছে সমালোচনার ঝড়। বিগ বাজেটের ছবিতে প্রথম দিনের সমালোচনা বেশ দূর পর্যন্তই গড়িয়েছে। তবে এত কিছুর পর বক্স অফিসের ঝুলি বেশ ভালোই পরিপূর্ণ। প্রথম দিনে সাহোর রোজকার ২৪ কোটি টাকা। জানা গিয়েছে, আয় হয়তো আরও একটু বেশি বাড়ত কিন্তু উত্তর ভারতের বেশ কিছু রাজ্যে প্রিণ্ট একটু দেরিতে পৌঁছেছে। মুম্বই ও গুজরাটে ভালো রোজগার করেছে সাহো। তবে বাহুবলীর রেকর্ড ভাঙতে পারেনি এই অ্যাকশন থ্রিলার। দক্ষিণী ছবির প্রথম দিনের বক্স অফিসে দ্বিতীয় স্থানে রয়েছে সাহো। এতদিন এই স্থান ছিল ‘থালাইভা’ রজনীকান্ত অভিনীত ২.০-র দখলে।    

অন্যদিকে, অন্যদিকে, ২০০৫, পরিণীতা ছবিতে অভিনয় দিয়েই বলিউড যাত্রা শুরু করেছিলেন বিদ্যা বালান। যদিও আগে তিনি পলাশ সেনের ‘কভি আনা তো মেরি গলি’ ভিডিও অ্যালবাম ব্যাপক জনপ্রিয়তা পায়। সেখানে বিদ্যার অভিনয় ভীষণ প্রশংসিত হয়। এরপর বলিউড ছবিতে এন্ট্রি কার্যত সময়ের অপেক্ষা ছিল। কেটে গিয়েছে ১৪ বছর। অভিনয় করেছেন সিদ্ধার্থ রয় কাপুরের প্রযোজিত ছবিতেও। রনি স্ক্রিউওযলা পরিচালনায ‘ঘনচক্কর’ ছবির পরই সিদ্ধার্থ-বিদ্যার প্রেমের খবর ছড়িয়ে পড়ে। ২০১২ সালে সিদ্ধার্থের সঙ্গে সাত পাকে বাঁধা পড়েন বিদ্যা। তারপর থেকে আর সিদ্ধার্থ রয় কাপুরের প্রযোজনায় কোনও ছবিতে সাইন করেননি ‘সিল্ক’। সম্প্রতি এক সাক্ষাতকারে একথা বলেছেন বলিউড দিভা। কারণ হিসাবে তিনি বলেছেন, পারিশ্রমিক নিয়ে আমি কমপ্রোমাইজ করতে পারব না। মানে নেগোসিয়েট করতে পারবেন না তিনি। যদি সিদ্ধার্থ অফার করে আমি তো আরও দশগুন চাইব।


Find Out More:

Related Articles: