গুলি চালাল পোষ্য, সেই গুলিতে জখম সঙ্গী এক মহিলা!

Paramanik Akash

গুলি চালাল পোষ্য, সেই গুলিতে জখম সঙ্গী এক মহিলা! বিস্মিত হলেও বাস্তবে ঠিক এমনই ঘটেছে। মার্কিন যুক্তরাষ্ট্রের ওকলাহোমায় ট্রাক চালাচ্ছিলেন 79 বছরের বৃদ্ধ ব্রেন্ট পার্কস, সঙ্গে ছিলো টিনা স্প্রিঙ্গার নামে এক মহিলা এবং পোষ্য কুকুর, মলি। আচমকা পিছনের সিট থেকে ফোল্ডিং কনসোলে লাফিয়ে পড়ে কুকুরটি। আর তখনই কনসোলের নীচে থাকা হ্যান্ডগানের ট্রিগারে চাপ লেগে গুলি চলে। ব্রেন্ট-এর পাশে বসে থাকা বছর 44-এর টিনা স্প্রিঙ্গারের বাঁ পায়ের উরু এফোঁড়-ওফোঁড় হয়ে যায় গুলিতে। হাসপাতালে নিয়ে যাওয়া হয় টিনাকে। পুলিশের কাছে গোটা ঘটনাই জানিয়েছেন ব্রেন্ট পার্কস নিজেই। তবে, প্রথমে তাঁর কথা বিশ্বাস করতে চাননি পুলিশ । পুলিশি জেরায় ব্রেন্ট জানান, সেন্ট্রাল কনসোলের মধ্যে 22 ক্যালিবারের হ্যান্ডগান রাখা ছিল। বন্দুকের ট্রিগারে মলির পায়ের চাপেই গুলি ছুটে যায়। আর তাতেই জখম হন টিনা।

Find Out More:

pet

Related Articles: