সদস্য সংখ্যা বৃদ্ধির লক্ষ্যে বিজেপি
লোকসভা ভোটের পর ২০ শতাংশ সদস্য সংখ্যা বৃদ্ধির লক্ষ্য এবার যেন ছাড়িয়ে যেতে চাইছে মোদী সরকার।তাঁদের দাবি অনুযায়ী বর্তমানে সদস্য সংখ্যা ১১ কোটি।বিজেপির হিসাব অনুযায়ী যে ২২ কোটি পরিবার মোদী সরকারের প্রকল্পের সুবিধা পেয়েছে, তাদের একটা অংশও যদি দলে আসে তাহলে ২০ শতাংশ বৃদ্ধির লক্ষ্যমাত্রা পার করা যাবে।
দলের এক নেতার কথায় “এই ভোটে মোদী সরকারের প্রকল্পের দৌলতে জাত-পাতের সমীকরণ অনেকটাই মুছে দেওয়া সম্ভব হয়েছে।আগামী পাঁচ বছরে এ ধরনের প্রকল্পের ওপরেই আরও জোর দেবেন প্রধানমন্ত্রী”।বিরোধীদের অবশ্য অভিযোগ উজ্জলা গ্যাস প্রকল্পের বিজ্ঞাপনে প্রধানমন্ত্রীর সঙ্গে যে মহিলার ছবি ব্যবহার করা হয়েছিল তিনি ফের উনুনেই ফিরে গিয়েছেন।শৌচাগারের পরিসংখ্যান নিয়েও প্রশ্ন উঠেছিল।যদিও এসবে গুরুত্ব দিচ্ছে না বিজেপি।
শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মদিন ৬ ই জুলাই থেকে শুরু হবে সদস্য সংগ্রহ অভিযান।গতবারের মওতও এবারেও মিসডকল এর মাধ্যমে সদস্য হওয়া যাবে।শিবরাজ সিং চৌহান কে বিষয়টি দেখভালের দায়িত্ব দেওয়া হয়েছে।নতুন করে রাজ্যে রাজ্যে অভিযান কর্মসূচি তৈরি হচ্ছে।