সব নজর আজ ধর্মতলায়

frame সব নজর আজ ধর্মতলায়

Biswas Riya

পুরনো অস্ত্রেই নতুন করে শান দিচ্ছে তৃণমূল কংগ্রেস। ১৯৯৩ সালের ২১ জুলাই, তৎকালীন বাম সরকারের বিরুদ্ধে, নির্বাচনী প্রক্রিয়ায় স্বচ্ছতা আনার দাবিতে আন্দোলন করেছিল যুব কংগ্রেস। ২১-র বিধানসভা নির্বাচনকে সামনে রেখে ফের সেই তিরই তূণীরে ফেরাচ্ছে জোড়াফুল শিবির। রবিবার অর্থাৎ ‘শহিদ দিবস’-এর দিন সকালেই টুইট করে সে কথা স্মরণও করিয়ে দিয়েছেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

লোকসভা ভোটের ফল বেরনোর পর প্রথম ২১ জুলাই। টুইটে তিনি লিখেছেন, ‘১৯৯৩ সালে ২১ জুলাই-এর আন্দোলনের দাবি ছিল, নো আইডি কার্ড, নো ভোট। এ বছর আমাদের দাবি, গণতন্ত্র ফিরিয়ে দাও, মেশিন নয় ব্যালট চাই। আসুন সকলে মিলে দেশে গণতন্ত্র উদ্ধারের অঙ্গীকার নিই’।

 

তৃনমূলের অস্ত্রে শান দেওয়া কতটা কার্যকরী হবে সেটা আজকের সভা বলে দেবে।


Find Out More:

Related Articles:

Unable to Load More