একুশে জুলাইয়ের মঞ্চ আগের তুলনায় জৌলুস হারিয়েছে?

Biswas Riya

সত্যিই কি তাহলে গ্ল্যামারের কমতি ঘটছে মমতা বন্দ্যোপাধ্যায়ের মঞ্চে?রাজ্যে ক্ষমতায় আসার পর  থেকে টলিউডের পালে তৃনমূলের হাওয়া লেগেছিল।তারপর থেকে একুশে জুলাইয়ের মঞ্চে গ্ল্যামারের উপস্থিতি দিন দিন বেড়েছে বৈ কমেনি।কিন্তু ২০১৯ এর লোকসভা ভোটের ফল কি গ্ল্যামারের ওপর প্রভাব ফেলল?উঠছে প্রশ্ন।

একুশে জুলাইয়ের মঞ্চে যাদের নিয়মিত উপস্থিতি দেখা যেত গতকাল তাঁদের অনেকেই অনুপস্থিত ছিলেন।টলি  ব্রিগেডের ওপর মমতার আস্থা এবার অনেকটাই টাল খেয়েছে বলে মনে করা হচ্ছে।শ্রীকান্ত মেহতা না থাকার জন্য অরূপ বিশ্বাস তারকাদের ফোন করেছিলেন, কিন্তু কাজ হয়নি, যদিও এই ঘটনাকে তিনি গুরুত্ব দিতে নারাজ।

অনেকেই  কাজের অজুহাতে এড়িয়ে গিয়েছেন।বেশ কিছু জনপ্রিয় তারকা বিজেপিতে যোগদান করেছেন।বিজেপির প্রভাব যে টলিউডে জোরদার হচ্ছে তা বেশ আঁচ করা যাচ্ছে।যদিও অনুপস্থিত সকলকে বিজেপিমুখী মনে করে নেওয়ার কোন কারন এখনই নেই।অনেকে হয়তো নিজেকে নিরপেক্ষ প্রমাণের চেষ্টা করছেন।কেও হয়তো কাজের কারনেই আসেননি।কিন্তু আগামী দিনে প্রমাণ হয়ে যাবে কোন পক্ষের পাল্লা ভারী।


Find Out More:

Related Articles: